ASANSOL

আসানসোলের নতুন মেয়র ” বহিরাগত “, কটাক্ষ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের, পাল্টা জবাব বিধান উপাধ্যায় ও ভি শিবদাসনের

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৯ ফেব্রুয়ারিঃ আসানসোল পুরনিগমের নতুন মেয়র হিসাবে বারাবনির বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃনমূুল কংগ্রেসের জেলা সভাপতি বিধান উপাধ্যায়ের নাম শুক্রবার সন্ধ্যা ঘোষণা করা হয়েছে। আর এরপরই শুরু হয়েছে বিতর্ক। আসানসোলের মেয়র নিয়ে শাসক দল তৃনমুল কংগ্রেসকে কটাক্ষ করেছে বিজেপি। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক তথা রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পাল আসানসোলের মেয়রকে সরাসরি ” বহিরাগত ” বলছেন। একইসঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমুল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেছে। তার জবাব ফিরিয়ে দিতে দেরী করেনি শাসক দল। বিজেপি বিধায়ককে পাল্টা আক্রমন করেছেন বিধান উপাধ্যায় ও আসানসোল পুরনিগমের তৃনমুল কংগ্রেসের আহ্বায়ক ভি শিবদাসন তরফে দাসু।



আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল সোশাল মিডিয়া নিজের ফেসবুক একাউন্টে মেয়র নিয়ে একটি পোস্ট করেন তাতে তিন লেখেন ” প্রথমে গায়ের জোরে পুরনিগম দখল, বাইরে থেকে দুষ্কৃতি ঢুকিয়ে গণতন্ত্র মেরে ফেলে। এবার পুরনিগমের বাসিন্দাদের আবার অপমান। মেয়র করা হলো বহিরাগতকে। যিনি পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতের ভোটার। আসানসোলের তৃনমূল নেতাদের মেয়র হওয়ার যোগ্যতা নেই বুঝিয়ে দিলেন নেত্রী। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, আসানসোলের মানুষদের একজন বহিরাগত মেয়র উপহার দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ। ভাবতে অবাক লাগছে, আসানসোল পুরনিগম এলাকায় একজনও নেই, যিনি মেয়র হতে পারেন? ” কিপ ইট আপ ” মুখ্যমন্ত্রী।


সোশাল মিডিয়ায় পোষ্ট ও বক্তব্য নিয়ে অগ্নিমিত্রা পালকে আক্রমন করে প্রতিক্রিয়া দিয়েছেন তৃনমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা আসানসোল পুরনিগমের আহ্বায়ক ভি শিবদাসন তরফে দাসু ও বিধান উপাধ্যায়।
ভি শিবদাসন বলেন, এখন বিজেপির নেতা ও নেত্রীদের মধ্যে নানা ধরনের কথা বলে মিডিয়ায় থাকতে চাইছেন, তাদের মধ্যে অন্যতম অগ্নিমিত্রা পাল। তার কথার গুরুত্ব দিতে চাইনা। তিনি বলেন, ভোট পেতে হলে, আগে সংগঠন করতে হয়। আগে সেটা করুন। আর বিধান উপাধ্যায়কে বহিরাগত বলা মানে, তিনি কিছুই জানেননা। বিধান দলের জেলা সভাপতি, বারাবনির তিনবারের বিধায়ক। আসানসোল শহরে থাকেন। দলনেত্রী তাকে ঠিক করেছেন। তিনি অগ্নিমিত্রা পালের উদ্দেশ্যে বলেন, উনি কোথায় থাকেন? দলের টিকিট পেয়ে তো আসানসোলে এসেছেন। আগে নিজেরটা দেখুন।
অন্যদিকে, বিধান উপাধ্যায় বলেন, কে কি বললো, তাতে কি এসে যায়। আমি বহিরাগত হলে উনি কে? আমি তো আসানসোলে থাকি। এখানে রাজনীতি করি। সর্বোপরি দলনেত্রী আমাকে এই পদে বসিয়েছেন। সেই দায়িত্ব পালন করবো।

Breaking : Asansol Mayor चुने गये Bidhan Upadhyay, उपमेयर अभिजीत, वसीम उल, चेयरमैन अमरनाथ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *