আসানসোল পুরনিগমের নবনির্বাচিত কাউন্সিলররা ২৫ শে শপথ নেবেন
অনুষ্ঠান হবে রবীন্দ্র ভবনে, শুরু প্রস্তুতি
বেঙ্গল মিরর, রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল, ২১ ফেব্রুয়ারিঃ ( Asansol News Today In Bangla ) ঠিক হয়ে গেলো আসানসোল পুরনিগমের নবনির্বাচিত ( AMC ) কাউন্সিলররা কবে শপথ নেবেন। চূড়ান্ত হলো একইসঙ্গে আসানসোলের নতুন মেয়র ও চেয়ারম্যানের শপথ ও প্রথম বোর্ড বৈঠকের দিনও।
আগামী ২৫ ফেব্রুয়ারি আসানসোলের রবীন্দ্র ভবনে শপথ নেবেন। সেখানেই হবে অনুষ্ঠান। এই বিষয়ে সোমবার রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর থেকে আলাদা আলাদা তিনটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই প্রসঙ্গে আসানসোল পুরনিগমের কমিশনার নীতিন সিঙ্গানিয়া জানান, ২৫ ফেব্রুয়ারি সকাল এগারোটার সময় রবীন্দ্র ভবনে নবনির্বাচিত কাউন্সিলরা শপথ নেবেন।
পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ তাদের শপথ বাক্য পাঠ করাবেন। নিয়ম মতো নতুন বোর্ডের মেয়র ও চেয়ারম্যান এরপর নির্বাচিত হবেন। তারা মনোনয়ন জমা দেবেন। মেয়র ও চেয়ারম্যান পদে অন্য কেউ মনোনয়ন না দিলে, তারা নির্বাচিত হবেন। কাউন্সিলরদের যে সভা হবে তা আসানসোল পুরনিগমের ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায় সভাপতিত্ব করবেন। মেয়র ও চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে কাউন্সিলরদের প্রথম বোর্ড বৈঠকটি হবে রবীন্দ্র ভবনেই।
আসানসোল পুরনিগমের সদর দপ্তরে মেয়র সহ অন্যদের বসার ব্যবস্থার প্রস্তুতি পুরোদমে চলছে। পুর ভবনের আশুতোষ হলে সবার চেম্বারের জন্য ঘর নতুন করে সাজানো হচ্ছে। মেয়রের কক্ষও সাজানো হচ্ছে। পুরনিগমের মুল ভবনে এক সঙ্গে সবাই যাতে বসতে পারেন, তারজন্য ছয়টি নতুন কক্ষ নির্মাণ করা হচ্ছে।
ইতিমধ্যেই আসানসোল পুরনিগমের মেয়র হিসাবে বিধান উপাধ্যায়, চেয়ারম্যান হিসাবে অমরনাথ চট্টোপাধ্যায় ও দুজন ডেপুটি মেয়র হিসাবে অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হকের নাম ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য যে আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস ৯১টি, বিজেপি, ৭ টি কংগ্রেস, তিনটি করে কংগ্রেস ও নির্দল ও দুটিতে সিপিএম জিতেছে।
read also : আসানসোলে সব জল্পনার অবসান, চমক দিয়ে মেয়র, প্রথম বার দুজন ডেপুটি মেয়র
read also : Asansol में दो डिप्टी मेयर के लिए बदलना होगा कानून