BARABANI-SALANPUR-CHITTARANJAN

বিধান উপাধ্যায়ের সমর্থনে তৃণমূল কংগ্রেসের মিছিল

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আসানসোলের মেয়র রূপে বিধান উপাধ্যায়ের নাম।আর নাম প্রকাশের পর থেকেই জেলা জুড়ে আনন্দে মেতে উঠেছে কর্মী সমর্থকরা। তৃণমূল কংগ্রেসের কর্মীরা ফটকা ফাটিয়ে,কেক কেঁটে,আবির খেলে আনন্দ প্রকাশ করছে। আর সেইমত আছড়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের তরফেও মঙ্গলবার হরেরাম তেওয়ারীর নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়।মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে বাগচিমোড় আমডাঙ্গা পর্যন্ত যায়।এরপর পুনরায় সেখান থেকে ঘুরে এসে আছড়া দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে কর্মীসর্মথকরা”খেলা হবে” গানে নৃত্য করে এবং সবুজ আবির খেলায় মেতে ওঠেন।একইসাথে বাজি ফাটিয়ে
কর্মীদের মধ্যে খুশির জোয়ার চোখে পড়ার মতন।


এপ্রসঙ্গে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোঃ আরমান বলেন আজ সালানপুরবাসীরা খুবই খুশি কারণ আমাদের ঘরের ছেলে আমাদের সবারই প্রিয় বিধায়কে আসানসোলের নব নির্বাচিত মেয়র নির্বাচিত করা হয়েছে।আমার সবাই ধন্যবাদ জানাই দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তিনি বিধান উপাধ্যা য়ের উপর আস্থা রেখে এত বড় দায়িত্ব দিয়েছেন।


এই প্রসঙ্গে ব্লকের সাধারণ সম্পাদক ভোলা সিং বলেন এবার উন্নয়নের বন্যা বইবে।আজ আমরা খুব খুশি এত বড় দায়িত্ব আমাদের বিধায়ক বিধান উপাধ্যায়কে দেওয়া হলো।আমার সর্বদায় দাদার পাশে ছিলাম আছি থাকবো।
তাছাড়া এইদিনের মিছিলে উপস্থিত ছিলেন তপন তেওয়ারী ,সরূপ তেওয়ারী , উদয় ঘোষ ,পাম্প ঘোষ,সহ অনেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *