ASANSOL

আসানসোল তৃণমূল কার্যালয়ে সম্মানিত করা হলো বিধান উপাধ্যায়কে

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোলে তৃণমূল কার্যালয়ে সম্মানিত করা হল বিধান উপাধ্যায়কে। ২৫ শে ফেব্রুয়ারি শুক্রবার আসানসোলের মেয়র হিসেবে শপথ নেবেন বিধান উপাধ্যায়। এর আগে সোমবার সন্ধ্যায় তিনি জিটি রোডে অবস্থিত তৃণমূল কার্যালয়ে পৌঁছন।
সেখানে ফুলের তোড়া দিয়ে এবং আতশবাজি পুড়িয়ে সম্মানিত করা হয় তাকে।
পাশাপাশি আগামী দিনে ডেপুটি মেয়র হিসেবে জিনিংশপথ নেবেন সেই ওয়াসিম-উল-হককে রাজ্য তৃণমূল সম্পাদক ভি শিবদাসন দাসুর নেতৃত্বে সম্মানিত করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কাউন্সিলর অশোক রুদ্র, ববিতা দাস, শিবানন্দ বাউরি, গুরমিত সিং, রাকেশ শর্মা প্রমুখ।

Asansol के नवनिर्वाचित मेयर, पार्षदों का शपथ 25 को

HS EXAM 2022 : होम सेंटर में होगी परीक्षा

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *