নগদ প্রায় তেইশ লক্ষ টাকা উদ্ধার, আটক তিন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটিট্রাফিক গার্ডের পক্ষ থেকে সালানপুর থানার অন্তর্গত দেন্দুয়া রেলগেটের সামনে বুধবার সকালে গাড়িচেকিংয়ের সময় একটি বিহার নম্বর বোলেরো গাড়ি থামিয়ে তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে নগদ প্রায় তেইশলক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।আটক বোলেরো গাড়ি ও নগদটাকা সহ তিনজনকে কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ সালানপুরথানার পুলিশের হাতে তুলে দেন।
ঘটনার তদন্তে সালানপুর থানার পুলিশ।এতপরিমান নগদটাকা উদ্ধারের কোনো সঠিক কাগজপত্র দেখাতে পারেনি বলেই পুলিশসূত্রে খবর।তবে রানীগঞ্জ থেকে বিহারের উদ্যেশে এতপরিমান টাকানিয়ে যাওয়া হচ্ছিলো বলেই যানা যাই ।এই চেকিংয়ে উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ অফিসার(এস আই ) চিরঞ্জীবগুহ রাই।খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন কুলটি ট্রাফিক গার্ড আধিকারিক ইমতুজল হক।আটক তিনজন বিহারের বাসিন্দা বলেই যানা গেছে।
সালানপুর থানায় উপস্থিত হন (এসিপী)কুলটি সুকান্ত ব্যানার্জী ।যদিও আটক হওয়া ব্যক্তিরা যানান যে তারা রানীগঞ্জে বিড়ির তামাকের ব্যবসার করেন এবং সেই টাকানিয়ে যাচ্ছিলো কারণ বাড়িতে বোনের বিয়ের জন্য নগদ প্ৰয়োজন আছে তাই নিয়ে যাওয়াহচ্ছিলো।পুরো ঘটনার তদন্তে সালানপুর থানার পুলিশ ।