ASANSOL

সালানপুরে ধারালো অস্ত্র দিয়ে কয়েক জনকে আহত করে ছিনতাই করার অভিযোগ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর থানার অন্তর্গত সালানপুরের ডালমিয়া রেল লাইনের সামনে ধারালো অস্ত্র দেখিয়ে মোটর সাইকেল আরোহীকে মারধর এর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ।ঘটনার সম্পর্কে জানাযায় শনিবার রাত্রি সাড়ে দশটা নাগাদ মেলা থেকে ফেরত এক মোটর সাইকেল আরোহীকে মারধর করে মোবাইল ও নগদ কিছু অর্থ ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরদল।এমন ঘটনার ফলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।

সালানপুর ডালমিয়ার রেল লাইনের সামনে জঙ্গলের মধ্যে তিন দুষ্কৃতীরদল লুকিয়ে থাকে এবং রাস্তায় আগত কয়েক জন মোটর সাইকেল আরোহী দের মধ্যে লুঠ চালায় তাদের কাছে মোবাইল ফোন ও নগদ অর্থ সহ হাতের ঘড়ি ছিনতাই করে।এবং তাদের ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয় বলে জানা যায়।তার মধ্যে জানা যায় যে ডাবর গ্রামের বাসিন্দা বাসু চৌহান নামক এক ব্যাক্তি বনজেমারী কলিয়ারি কাজে যাচ্ছিলেন সেই সময় জঙ্গল থেকে তিন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় বের হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে মারধর করে ও পকেট থেকে মোবাইল ফোন এবং হাতের ঘড়ি ছিনতাই করে নেই।


তাছাড়া ফুলবেড়িয়া গ্রামের নিবাসী পিন্টু নন্দী নামক এক ব্যাক্তি নিজের মোটরবাইকে করে রাতে বেলায় বনজেমারী কলিয়ারিতে কাজে যাওয়ার সময় তাকে দাঁড় করিয়ে তার কাছে থেকে নগদ টাকা সহ মোবাইল ফোন ছিনতাই করে ও তাকেও মারধর করা হয়।এবং জানা যায় এই দুজন ছাড়াও ডুবুডি গ্রামের তিন জন এবং লালগঞ্জ গ্রামের দুইজনের কাছে ছিনতাই করা হয় এবং তাদের মারধর করা হয়।তাদের মোটর সাইকেল গুলি ছিনতাই করার চেষ্টা করে কিন্তু তাতে দুষ্কৃতীদের দলটি অসফল হয়।ঘটনার অভিযোগ সালানপুর থানায় করা হয়েছে।পুলিশ তদন্ত শুরু করেছে।কিন্তু প্রশ্ন কি ভাবে সালানপুর ব্লক জুড়ে দুষ্কৃতীরা তান্ডব করছে।তাই ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে সালানপুর বাসীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *