হিন্দুস্থান কেবলস পুনর্বাসন সমিতির উদ্দোগে বিক্ষোভ সভা, নতুন শিল্প আনার দাবি
বেঙ্গল মিরর, কাজল মিত্র :– সালানপুর ব্লকের হিন্দুস্থান কেবলস কারখানা গেটের সামনে হিন্দুস্থান কেবলস পুনর্বাসন সমিতির উদ্দোগে সমিতির সভাপতি সুভাষ মহাজন এর নেতৃত্বে একটি বিক্ষোভ সভা ডাকা হয় । এদিন এই সভায় বিভিন্ন দাবি দাবা সহ কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ সভা ।সভায় উপস্থিত সুভাষ মহাজন জানান যে স্বাধীন ভারতের সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান হিন্দুস্তান কেবলস লিমিটেড রূপনারায়ণপুর কেন্দ্রীয় সরকার কর্তৃক সম্পূর্ণ বন্ধ হওয়ার পর সালানপুর সহ সমগ্র শিল্পাঞ্চলে অন্ধকার ছেয়ে এসেছে।




কারখানা বন্ধের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ও পানীয় জলসহ সাধারণ জীবন, কর্মসংস্থানের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এমন পরিস্থিতিতে এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রভাব পড়েছে।কেবলস কারখানায় ৮টি প্রাথমিক বিদ্যালয়সহ ১টি উচ্চ বিদ্যালয় রয়েছে ।সবই বন্ধ হয়ে পড়েছে। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্কুলগুলিকে বাঁচাতে এবং আবার শিক্ষা পুনরুদ্ধারের আবেদন করেছিলেন।স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায়ও বিধানসভায় এখানকার বাস্তব পরিস্থিতি তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন,যার পরেই বিধায়কের প্রচেষ্টায় এলাকায় বিদ্যুৎ আনা সম্ভব করা হয়েছে ।
তবে কেন্দ্রীয় সরকারের যে নীতি তাতে একে একে সব শিল্প বন্ধ হয়ে পড়ছে পাশেই রয়েছে চিত্তরঞ্জন কারখানা সেটিও বেসরকারি করনের পথে,বার্নস্টান্ড কারখানায় বন্ধএর মুখে ঠেলে দিচ্ছে কেন্দ্রিয় সরকার তাছাড়া কোল ,ব্যাংক,ট্রেন সহ ধীরে, ধীরে সবই বেসরকারি করন করা হচ্ছে তাছাড়া কেবলস কারখানার অনেক বাকেয়া টাকা এখনো বহু কর্মচারী বাকি রয়েছে তাদের টাকা দেওয়ার দাবি জানিয়ে ও নতুন শিল্প আনার দাবিতে এই পথ সভা।এদিনের পথ সভায় আরো অনেকেই উপস্থিত ছিলেন ।