ASANSOL

ইঞ্জিনিয়ার ও সাফাই দপ্তরের সঙ্গে প্রথম বৈঠক মেয়রের, গাড়ুই নদী সংস্কার ও শহর পরিচ্ছন্ন রাখা নিয়ে আলোচনা

ফসবেকি ও ক্রেডাইয়ের পক্ষ থেকে মেয়র, দুই ডেপুটি মেয়র ও পুর চেয়ারম্যানকে সম্মানিত করা হয়

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৮ ফেব্রুয়ারিঃ দায়িত্ব নেওয়ার দুদিনের মধ্যে সোমবার প্রথম বৈঠক করলেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। পুরনিগমের মিটিং হলে হওয়া এদিনের বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন পুরনিগমের দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এবং পুর কমিশনার নীতিন সিঙ্গানিয়া।


এদিন প্রথম বৈঠকটি হয় আসানসোল পুরনিগমের ইঞ্জিনিয়ার ও সাফাই দপ্তরের আধিকারিক ও কর্মীদের সঙ্গে। বৈঠকের শুরুতে দুই দপ্তরের আধিকারিক ও কর্মীদের সঙ্গে মেয়র সহ সদ্য দায়িত্ব নেওয়া ডেপুটি মেয়র ও পুর চেয়ারম্যানের পরিচয় পর্ব হয়। তাদের পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করা হয়। বৈঠকের পরে মেয়র বলেন, পুর নির্বাচনের আগে আসানসোল পুরনিগমের জন্য দলের তরফে যে ম্যানিফেস্টো করে যে পরিকল্পনা নেওয়া হয়েছিলো, তা বাস্তবায়িত করা হবে। আমাদের প্রথম কাজ হলো গাড়ুই নদী সংস্কার ও শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা।

সেই মতো এদিনের বৈঠকে আলোচনা করে দুই দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেওয়া হয়েছে। কি করতে হবে, তা বলে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, কাজে কোন খামতি রাখা চলবে না। আমরা যে কোন সময় যে কোন জায়গায় পরিদর্শনে যাবো। নির্দেশ মতো কাজ না হলে, ব্যবস্থা নেওয়া হবে।
ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন, আগামী শুক্রবার মেয়রের নেতৃত্বে একটি দল গাড়ুই নদী পরিদর্শনে যাওয়া হবে। সবকিছু খতিয়ে দেখা হবে। তারপর পরিকল্পনা করা হবে। ম্যানিফেস্টোতে যা বলা হয়েছে, তা করা হবে।


অন্যদিকে এদিন ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ফসবেকি ও ক্রেডাইয়ের পক্ষ থেকে মেয়র, দুই ডেপুটি মেয়র ও পুর চেয়ারম্যানকে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন শচীন রায়, আরপি খৈতান, বিনোদ গুপ্ত, হরিনারায়ণ আগরওয়াল লক্ষীকান্ত রায় সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *