আসানসোল দূর্গাপুর পুলিশ অপরাধ কমাতে তৎপর, ব্যাঙ্ক আধিকারিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৫ মার্চঃ সাম্প্রতিককালে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট ( Asansol Durgapur Police ) এলাকায় ব্যাপক হারে সাইবার অপরাধ বেড়েছে। যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কমিশনারেটের আধিকারিকদের। দিন কয়েক আগে রানিগঞ্জের রামবাগান এলাকার এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টা করা হয়। তাতে তিনজন ডাকাত পুলিশের হাতে ধরাও পড়ে। তাদেরকে জেরা করে এমনসব তথ্য পুলিশ পায়, যা রীতিমতো অবাক করে পুলিশ কর্তাদের। তাই এবার আরো কড়া হাতে এলাকার সাইবার অপরাধ কমাতে তৎপর হলো ( Crime Control ) আসানসোল দূর্গাপুর পুলিশের সাইবার ক্রাইম থানা ( Cyber Cell ) ।
শনিবার সাইবার ক্রাইম থানার উদ্যোগে আসানসোলের রেলওয়ে অফিসার্স ক্লাবে একটি বৈঠক করা হয়। সেখানে ডাকা হয়েছিলো বিভিন্ন ব্যাঙ্কের আধিকারিক ও বিভিন্ন ব্যবসায়ীদের। ছিলেন আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ডাঃ কুলদীপ এস এস, এডিসিপি (ডিডি) সৌমিক সেনগুপ্ত, তিন এসিপি মানবেন্দ্র দাস, তৌফিক আনসারি ও ওমর আলি মোল্লা ও আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ অভিজিৎ চট্টোপাধ্যায়।
এদিনের বৈঠকে পুলিশ আধিকারিকরা সাইবার অপরাধ কমাতে কি কি করতে হবে তা বলেন। যার মধ্যে অন্যতম হলো সিসি ক্যামেরার ব্যবহার আরো করে বাড়ানো। পাশাপাশি এলার্ম লাগানো। এছাড়াও কড়া নজরদারি করতেও বলা হয়েছে। ব্যবসায়ীদের বলা হয়েছে, অপরিচিত ব্যক্তি গ্রাহক হিসাবে এলে, তার কাছ থেকে পরিচয় পত্র নিতে।
ব্যাঙ্ক আধিকারিক ও ব্যবসায়ীদের পক্ষ থেকে পুলিশকে বলা হয়েছে, সাধারণ মানুষদের সচেতন করতে আরো জোর দেওয়া হোক। সচেতনতা বাড়াতে লাগাতার প্রচার করার ব্যবস্থা করা হোক।
পুলিশ আধিকারিকরা বলেন, সাইবার অপরাধ কমাতে সাইবার ক্রাইম থানা যথেষ্টই তৎপর হয়েছে। আরো পদক্ষেপ নেওয়া হচ্ছে।