BARABANI-SALANPUR-CHITTARANJAN

স্বর্গীয় মানিক উপাধ্যায় মেমোরিয়াল ক্রিকেটে জয়ী হলো রাহুল একাদশ

বেঙ্গল মিরর মনোজ শর্মা, বারাবনি : বারাবনি ব্লক মদনপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল নকআউট ক্রিকেটের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হলো এই খেলায় মুখোমুখি হয়েছিল রাহুল একাদশ ভার্সেস সুমন একাদশ প্রথমে টসে জিতে রাহুল একাদশ ব্যাটারি সিদ্ধান্ত নেয় 117 রান আট ওভার শেষ হয় পরে সুমন একাদশ মাঠে নেমে কমপ্লিট না করেই ওভার শেষ হয়ে যায় আজকের খেলায় জয়ী ঘোষণা হলো রাহুল একাদশ

এই খেলায় দেখতে এসেছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় কিন্তু খেলা দেখে উনি বেরিয়ে যান খেলার কাপ তুলে দিলেন বারাবনি ব্লক তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট AsitSing পশ্চিম বর্ধমান বনভূমির কর্মাধ্যক্ষ পূজা মাড্ডি
পূত্রা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পার্থসারথি মুখার্জি মদন পুর গ্রামের ক্রিকেটপ্রেমী যাদব সাজি বারাবনি থানা ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মন্ডল এই খেলায় মূল আকর্ষণ দেখা গেল পুরুলিয়ার খ্যাতনামা হাস্যকৌতুক শিল্পী সঞ্জয় ব্যানার্জি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *