RANIGANJ-JAMURIA

সাইবার প্রতারণা থেকে কিভাবে বাঁচবেন, পুলিশের সচেতনতা শিবির

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ  বর্তমানে মোবাইল হ্যাকিং এর মাধ্যমে নিমেষেই একাউন্টের টাকা হয়ে যাচ্ছে উধাও, আর এই একাউন্টের টাকা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ কিভাবে করা যায় তা নিয়েই রবিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর রানীগঞ্জ থানার, নিমচা ফাঁড়ির পুলিশ চাপুই খাস কোলিয়ারির দুর্গা ময়দানে এক সচেতনতা শিবির এর আয়োজন করলেন।রবিবার ছুটির দিন বিকেলেই গ্রামীণ এলাকার মানুষজনদের মোবাইল হ্যাকিং ও সাইবার প্রতারণার থেকে কিভাবে বাঁচবেন সেই বিষয় স্পষ্ট করার লক্ষ্যে পুলিশ প্রশাসনের বিশেষ প্রচার অভিযান সম্পূর্ণ হলো চাপুই খাস কোলিয়ারির দুর্গা মন্দির ময়দানে।

রানীগঞ্জ থানার নিমচা ফাঁড়ির পুলিশ আধিকারিক মইনুল হক পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে কিভাবে প্রতারণা চক্র থেকে বাঁচা যাবে ও মোবাইলের ব্যবহারের ক্ষেত্রে ছোটদের উপর নজর রাখার প্রয়োজনীয়তা বিষয়ে প্রসঙ্গে গ্রামীণ এলাকার বাসিন্দাদের সচেতন করলেন। তিনি জানান বিশেষ করে 18 বছরের নিচের যে সকল পড়ুয়ারা রয়েছে সেই পড়ুয়াদের মোবাইল ব্যবহার করতে দেওয়ার পর সেই পড়ুয়ারা মোবাইল ব্যবহারের সঠিক দিশা নির্দেশ মেনে চলছে কিনা সে বিষয়ে নজর রাখা প্রয়োজন বলেই জানালেন তাঁর বক্তব্যে। বর্তমানে বেশ কয়েকটি ক্ষেত্রেই রানীগঞ্জ সহ বিভিন্ন অংশে ফেসবুক অ্যাকাউন্ট এর নকল করে অথবা ইনস্টাগ্রাম থেকে শুরু করে বেশ কিছু ক্ষেত্রে ভুয়া পরিচয় দিয়ে আলাপচারিতা করে বহু ছোট পড়ুয়াদের বিপথে নিয়ে যাচ্ছে একশ্রেণীর দুষ্ট চক্র সেই চক্র থেকে কিভাবে নিজের ছেলেমেয়েদের দূরে রাখবেন সে বিষয়গুলো স্পষ্ট করেন নিমচা ফাঁড়ির আইসি মইনুল হক

একই সাথে এই হেলমেট ব্যবহার কেন প্রয়োজন মোটরবাইক চালানোর সময় কি ধরনের হেলমেট ব্যবহার করা প্রয়োজন আর তা ব্যবহারের ফলে কোন কোন বিপদ থেকে কিভাবে মুক্ত থাকা যায় সে বিষয়গুলো গ্রামীনদের সামনে তুলে ধরলেন তিনি। উল্লেখ্য ইতিমধ্যেই সাইবার ক্রাইমের চক্র ভারতের বিভিন্ন প্রান্তের সাথেই খনি শহরেও বেশকিছু মানুষজনের ব্যাংকের টাকা লোপাট করেছে বহু ক্ষেত্রে সর্বস্বান্ত হতে দেখা গেছে বহু সাধারণ মানুষদের গ্রামীণ এলাকাতেও অসংখ্য ব্যাংক একাউন্ট হোল্ডার মোবাইলের শক্ত দাও প্যাঁচে নিজের ওটিপি দিয়ে কোথাও আবার টাকা পাওয়ার প্রলোভন এ পা দিয়ে সহজেই নিজের ব্যাংক একাউন্টের ডিটেলস দিয়ে দিয়েছে প্রতারণা চক্রের হাতে এ থেকে কিভাবে নিজেদের মুক্ত করা যায় তা এলাকার সাধারণ মানুষ জানতে পেরে স্বভাবতই খুশি গ্রামীণ এরা রবিবারের এই বিশেষ সচেতনতা শিবিরে হাজির হয়ে পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply