তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি ঘোষণা
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত :WBTMC রাজ্য কমিটি নজরুল মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে ন। আবার সাধারণ সম্পাদক হলেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছেন সুব্রত বক্সী। শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অভিষেক ব্যানার্জি এবং পার্থ চ্যাটার্জি।
মঙ্গলবার নজরুল মঞ্চের কর্মসূচি থেকে নাম না নিয়ে দলের একাংশকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এরপর দলের রাজ্য কমিটি ঘোষণা করেন তিনি।
তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি, দেখুন কে কি দায়িত্ব পেলেন
সাধারণ সম্পাদক (মহাসচিব): পার্থ চট্টোপাধ্যায়
রাজ্য সভাপতি- সুব্রত বক্সী
রাজ্য মহিলা সভাপতি – চন্দ্রিমা ভট্টাচার্য
যুব তৃণমূল সভাপতি: সায়নী ঘোষ
সহ-সভাপতি অমিত মিত্র, সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, শতাব্দী রায়, দীপক অধিকারী (দেব), মানস ভুঁইয়া, আবদুল করিম, ডেরেক ও’ব্রায়েন, ফিরহাদ হাকিম, পূর্ণেদু বসু, জাভেদ খান, তাপস রায়, জয়প্রকাশ মমিন। হাসান, শুভাশীষ বটব্যাল, চুদামণি মাহতো, তপন দাশগুপ্ত, রবি ঘোষ, জাকির হুসেন, রবীন্দ্রনাথ চ্যাটার্জি এবং উজ্জ্বল চ্যাটার্জি।
সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, অরূপ বিশ্বাস, গৌতম দাস, কাকলি ঘোষ দস্তিদার, ডাঃ শশী পাঁজা, জ্যোৎস্না মান্ডি, প্রতিমা মন্ডল, কৃষ্ণা কল্যাণী, অর্পিতা ঘোষ, সৈকত মোল্লা, সঞ্জয় বকশী, ড. রবিন টুডু পার্থ ভৌমিক, বিবেক গুপ্ত, বৈশ্বনগর চ্যাটার্জি, শান্তিরাম মাহতো, বিনোদন ব্যবসায়ী এবং তন্ময় ঘোষ
সম্পাদক : নীহার রঞ্জন ঘোষ, জুন মালিয়া, ছত্রধর মাহতো, সৌরভ চক্রবর্তী, প্রদ্যুত ঘোষ, সপন বেলতোরিয়া, অসীম ঘোষ, বৈশ্বন ঘোষ, স্বয়ং বৈশ্বিক, বৈশ্বিক চক্রবর্তী। ছত্রধর মাহতো, দেবজিৎ ঘোষ, অসীম মাঝি, সপন ঘোষ, দিলীপ যাদব, কৌশানি মুখার্জি, লাভলী মৈত্র, আশীষ চক্রবর্তী, শিবদাসন দাসু বেচারাম মান্না, অলোক দাস, সায়ন্তিকা ব্যানার্জি, খালেদ আবদুল্লাহ সুভদ্রা মুখার্জি।
সাংস্কৃতিক কমিটির সভাপতি- রাজ চক্রবর্তী
মিডিয়া সেলের ইনচার্জ – কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য এবং অন্যান্যরা।
অনেক জেলাপ্রধানের নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বনগাঁ জেলা সভাপতি – গোপাল শেঠ
কৃষ্ণনগর উত্তরের সভাপতি- কল্লোল খান।
উল্লেখ্য, কমিটি ঘোষণার পাশাপাশি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় দলের নেতাদের উল্টো বক্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী। মমতা সাফ জানিয়ে দেন, “উল্টো কথা বলে ভাইরাল হওয়া উচিত নয়। আপনার কাছে শেষ সুযোগ আছে। আপনি যদি মনে করেন যে আপনি জয়লাভ করে দলকে সফল করেছেন, তাহলে আপনার জন্য দলের পথ খোলা রয়েছে। তৃণমূল কংগ্রেস দল করলে তা আদর্শের সঙ্গেই করতে হবে। লড়তে হবে। আমাদের দলের আদর্শ অনুসরণ করতে হবে।”