Coal Smuggling Case : আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আবারও বিকাশ মিশ্রর জামিন নাকচ, পরবর্তী শুনানি ১৪ মার্চ
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্য, আসানসোল, ৮ মার্চঃ দেশজুড়ে শোরগোল ফেলে দেওয়া কয়লা পাচার মামলায় (Coal Smuggling Case) ধৃত বিকাশ মিশ্রর আবার জামিন নাকচ হলো। সোমবার আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে ( Asansol CBI Special Court ) বিকাশ মিশ্রর ( Bikash Mishra) জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবী সোমনাথ চট্টরাজ। কিন্তু মঙ্গলবার সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী সেই আবেদন নাকচ করে দিয়ে জুডিশিয়াল কাস্টডি বা জেল হাজতের নির্দেশ দেন।




আগামী ১৪ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সেদিন সিবিআইয়ের আসানসোলে আদালতে বিকাশ মিশ্রকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বিচারকের পক্ষ থেকে। সোমবারই ৯১ দিন জুডিশিয়াল কাস্টডির মেয়াদ শেষ হয়েছে। সেই কারণে আইন মতো তার আইনজীবী আদালতে ডিফল্ট বেলের আবেদন করেছিলেন। কিন্তু আইনজীবী যে যুক্তিতে এই আবেদন করেছিলেন, বিচারক তাতে মান্যতা দেননি।
প্রসঙ্গতঃ, এই মামলায় ফেরার থাকা বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্র কাগজে কলমে, সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেও, সে বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছে।
এদিন বিকাশ মিশ্রর আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, সোমবার ৯১ দিন জুডিশিয়াল কাস্টডির মেয়াদ শেষ হওয়ায় আমরা জামিনের আবেদন করেছিলাম। কিন্তু বিচারক সেই আবেদন নাকচ করে আবার জেল হাজতের নির্দেশ দিয়েছেন। আগামী ১৪ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আমরা বিচারকের নির্দেশের কপি পাইনি। তা হাতে পেলে পরবর্তী কালে কি করা যায়, তা দেখবো। তিনি আরো বলেন, যে সব ধারায় শাস্তির মেয়াদ ১০ বছরের বেশি, সেক্ষেত্রে ৯০ দিন পরে বেলের আবেদন করা যেতে পারে। তাই আমরা করেছিলাম। কলকাতা এসএসকেএম হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন বিকাশ মিশ্র।
উল্লেখ্য, গত বছর মার্চ মাসে ইডি প্রথম দিল্লি থেকে বিকাশ মিশ্রকে গ্রেফতার করেছিলো।