তৃতীয় দফায় সাইকেল নিয়ে বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে রওনা জয়দেব
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী,রানীগঞ্জ: যেমনটা প্রার্থনা করেছিলেন সে মতোই মিলেছে ফল, তাই মাতা বৈষ্ণোদেবীর কাছে নিজের প্রার্থনা সফল করার জন্য করা অঙ্গীকার পূরণের লক্ষ্যে এবার তৃতীয় দফায় সাইকেল নিয়ে বৈষ্ণোদেবী উদ্দেশ্যে মায়ের প্রসাদের নারকেল সঙ্গে নিয়ে, সাইকেল যাত্রায় মাতা বৈষ্ণোদেবী মন্দির পৌঁছানোর জন্য রওনা দিয়েছেন হুগলি জেলার চাঁপদানি পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের জয়দেব রাউত। এবারের হুগলির চাঁপদানি পৌরসভার পৌর নির্বাচনে নির্দল প্রার্থী বিক্রম সাউ বাওয়ার, জেতার জন্য মাবৈষ্ণোদেবীর কাছে মানত করেছিলেন বছর 52 লক্ষীনারায়ন আটা রোডের বাসিন্দা জয়দেব রাউত, আর দোসরা মার্চ তার মনস্কামনা পূরণ হয়।




নির্দল প্রার্থী বিক্রম সাউ বাউয়ার জয় লাভের বিষয়ে ঘোষণা হওয়ার পরই তিনি মনস্কামনা পূরণ হয়েছেন বলেই উচ্ছ্বাসে ফেটে পড়েন। আর তার সেই জয়লাভের পর এবার নিজের মনস্কামনা পূর্তিতে সাইকেল দ্বারা মা বৈষ্ণোদেবী মন্দির যাত্রার মধ্যে দিয়ে মানত পূরণের লক্ষ্যে সাইকেলে করে পাহাড়-পর্বতের দেশে পাড়ি দিয়েছেন জয়দেব রাউত। জুট মিলে কর্মরত ওই কর্মী জুটমিল থেকে এক মাসের ছুটি নিয়ে মা বৈষ্ণব দেবীর মন্দির যাওয়ার উদ্দেশ্যে সাইকেল যাত্রা শুরু করেছেন।
হুগলি জেলার চাঁপদানি পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ড থেকে, তার এই সাইকেল যাত্রা সূচনা করেছেন নির্দল জয়ী প্রার্থী বিক্রম সাউ বাওয়া 8 ই মার্চ সাইকেল যাত্রা শুরু করেন ফ্ল্যাগ অন কর্মসূচির মাধ্যমে, এরপর প্রত্যহ 60 থেকে 70 কিমি পথ সাইকেলে যাত্রা করে এবার তিনি এসে পৌছলেন খনি শহর রানীগঞ্জে। অন্যান্য অংশের মতই খনি শহর রানীগঞ্জের ব্রাহ্মণ ধর্মশালায় রাত্রি যাপন করার পর ফের শুক্রবার সকাল থেকেই তিনি তার যাত্রা শুরু করেছেন, 22 শো কিলোমিটার এই যাত্রাপথে তিনি পথচলতি বিভিন্ন আশ্রম, মন্দির, মঠ মিশনে আশ্রয় নিয়ে রাত্রি যাপন করে তার মানত পূরনের উদ্যোগ তিনি নিচ্ছেন বলে জানিয়েছেন।
শুক্রবার রাণীগঞ্জ থেকে যাত্রা শুরু করে ধানবাদ এর গোবিন্দপুর এলাকায় মাড়োয়ারি ধর্মশালায় পৌঁছে গেছেন তিনি। লক্ষ্য তার একটাই তার সঙ্গে থাকা নারকেল ফাটিয়ে তিনি মাতা বৈষ্ণোদেবী চরণে শ্রদ্ধা নিবেদন করবেন। তবে এই সাইকেল যাত্রা তার প্রথম নয় এর আগে 2018 -19 সালে স্বচ্ছ ভারত ও নির্মল বাংলা গড়ে তোলার বার্তা নিয়ে সারা ভারত পরিক্রমা জন্য সাইকেল যাত্রা শুরু করেছিলেন, সে সময় প্রায় এক বছরের মধ্যে তিনশো কুড়ি দিনের মাথায় সাইকেল চালিয়ে- উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খন্ড, বিহার, আসাম, হয়ে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত পরিক্রমা করেছেন। উদ্দেশ্য ছিল একটাই, স্বচ্ছ ভারত, নির্মল বাংলা গড়ে তোলার আহ্বান। এরপর ফের 2019 কুড়ি সালে রক্তদান জীবন দান স্লোগানকে সামনে রেখে তিনি ফের সাইকেলে করে দিল্লি ও বোম্বের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। সেসময় রক্তদান জীবন দানের বার্তা ছড়িয়ে দেওয়ায় ছিল তার মূল লক্ষ্য। তবে এবার সমাজের কারিগর জননেতা কে জয়ী করতে নির্দল প্রার্থীর জয়ের কামনায় মাবৈষ্ণোদেবীর কাছে মানত পূরণের লক্ষ্যে ফের আরও একবার 52 বছরের জয়দেব রাউত পাড়ি দিলেন বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। তার এই যাত্রাপথের বিষয় লক্ষ্য করে বহু পথ চলতি সাধারণ মানুষ জয়দেব রাউত কে শুভেচ্ছা জানিয়েছেন, তার পথ চলা যাতে সফল হয় সেই কামনাই করেছেন বহু সাধারণ মানুষ।