রূপতাপস মাউন্টেনারিং ক্লাব এর পক্ষ থেকে জয়চন্ডী পাহাড়ে সাফাই অভিযান
বেঙ্গল মিরর, আসানসোল : রূপতাপস মাউন্টেনারিং ক্লাব এর পক্ষ থেকে পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে প্লাস্টিক এবং থার্মোকল থালা ক্লিনিং করার আয়োজন করা হয়। এই প্রোগ্রামে সহ-সভাপতি সুধাময় হাজরা জানান যে বিগত ৩০ বছর যাবত আমরা এই জয়চন্ডী পাহাড় আসছি। এবং প্রতি বছরই আমরা এই ক্লিনিং প্রোগ্রাম করে থাকি। বিশেষ করে এই পাহাড়ের যে সৌন্দর্য গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে প্লাস্টিক পলিউশন।
এর প্লাস্টিকের জন্য এখানে প্রচুর পলিউশন হচ্ছে তার জন্য আমরা এ প্লাস্টিক বর্জন এবং সে সমস্ত প্লাস্টিক পরে আছে। এক জায়গায় একত্রিত করার ব্যবস্থা করছি। আজ আমাদের এই ক্লাবের পক্ষ থেকে প্রায় ৬০ জন সদস্য আমরা এসেছি এবং সারাদিন ধরে আমরা এই প্লাস্টিক কুড়াবো করবো এবং পাহাড়ের উপর থেকে সে গুলোকে নামিয়ে নিয়ে আসবো। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য পাহাড় কে আমরা আবার সেই পুরনো দেখতে চাই সবুজ দেখতে চাই।