ASANSOL

শত্রুঘ্ন সিনহাকে জিতিয়ে দিদিকে উপহার দিতে হবে : অশোক রুদ্র

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
আসানসোল লোকসভা উপনির্বাচনের ঘোষণার সাথে সাথে শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় উপনির্বাচন সংক্রান্ত বিভিন্ন বৈঠক শুরু হয়েছে। সেই ধারা বজায় রেখে বার্নপুর স্টেশন রোড তৃণমুল দলীয় কার্যালয়ে প্রাথমিক শিক্ষক সমিতির(WBTPTA) রাজ্য সভাপতি এবং ৭৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুদ্রের নেতৃত্বে একটি বৈঠকের আয়োজন করা হয়। এতে, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের জেলা ও ব্লক পর্যায়ের পদাধিকারীরা উপস্থিত ছিলেন।

ওই উপলক্ষ্যে অশোক রুদ্র বলেন যে, এটি দারুন খুশির খবর যে তৃণমূল কংগ্রেস দেশের বিখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে টিকিট দিয়েছে। ফলে এখন থেকে প্রস্তুতি শুরু করা দরকার। আমাদের কাছে সময় খুব কম এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা একই সময়ে হবে। আমরা ছোট ছোট সভা, বৈঠকে এবং বাড়ি বাড়ি প্রচারে জোর দেব।শত্রুঘ্ন সিনহাকে জিতিয়ে দিদিকে উপহার দিতে হবে ।বিভিন্ন জায়গায় নতুন কাউন্সিলররা নতুন উদ্যমের সাথে কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করছেন।

কয়েকদিন আগে আমরা বিরোধী দলকে ধূলিসাৎ করে আসানসোল পৌরনিগম নির্বাচন জিতেছি। ওই উপলক্ষে মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি রাজিব মুখার্জি, কার্যকরী সভাপতি কালীমুল হক, সহ সভাপতি সুজাত হোসেন, সচিব মুকেশ ঝা, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি হিমাদ্রী শেখর, প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সচিব রূপক রায়, গান্ধী ননিয়া মহেশ বিন্দ এবং মনোজ কুশওয়াহ প্রধানত উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *