LatestWest Bengal

উচ্চ মাধ্যমিক 2022 ফের বদল সময়সূচিতে

বেঙ্গল মিরর, কলকাতা : উপনির্বাচনের কারণে ফের পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher secondary)। বৃহস্পতিবার শিক্ষাসচিব ও মুখ্যসচিবের সঙ্গে আলাদা করে বৈঠক করার পর নতুন দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

২ এপ্রিল – প্রথম ভাষা

৪ এপ্রিল – দ্বিতীয় ভাষা

৫ এপ্রিল – ভোকেশনাল সাবজেক্টস

এরপর ৬ থেকে ১৫ তারিখ পর্যন্ত কোনও পরীক্ষা নেই।  ১২ তারিখ উপনির্বাচন। ১৪, ১৫ এপ্রিল ছুটি।  ১৬ তারিখ ফের পরীক্ষা। 

১৬ এপ্রিল – অঙ্ক 

১৮ এপ্রিল – ইকনমিক্স

১৯ এপ্রিল – কম্পিউটার সায়েন্স

২০ এপ্রিল –  কমার্শিয়াল ল

২১ – JEE (উচ্চমাধ্যমিক পরীক্ষা নেই)

২২ এপ্রিল – ফিজিক্স

২৩ এপ্রিল – স্ট্যাটিসটিক্স

২৪, ২৫ এপ্রিল – JEE (উচ্চমাধ্যমিক পরীক্ষা নেই)

২৬ এপ্রিল – কেমিস্ট্রি

২৭ এপ্রিল – বায়োলজিক্যাল সায়েন্স 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *