কুলটির গ্রামে দেওয়াল লিখে প্রচার শুরু বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ১৯ মার্চঃ আসানসোলের কুলটির আলডি গ্রামে দেওয়াল লিখনের মাধ্যমে লোকসভা উপনির্বাচনের প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। শুক্রবার রাতে আলডি গ্রামের নিজেই দেওয়াল লিখন করলেন আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
প্রসঙ্গত, শুক্রবার দোলের দিন দিল্লি থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের তরফে আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে অগ্নিমিত্রা পালের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পরেই আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায়। এরপর শুক্রবার রাতে কুলটির আলডি গ্রামে বিজেপি প্রার্থী আসেন। সেখানে দলীয় কর্মী ও সমর্থকদ বাজনা বাজিয়ে তাকে স্বাগত জানান। পরে তিনি নিজেই দেওয়াল লেখেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
প্রসঙ্গতঃ, ২০২১ সালের বিধান সভা নির্বাচনে আসানসোল দক্ষিণ বিধান সভা কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন অগ্নিমিত্রা পাল। এবার দল তার উপর ভরসা করে, আসানসোল লোকসভা উপনির্বাচনে প্রার্থী করলো। এই লোকসভা কেন্দ্রে অন্য দুই প্রার্থী হলেন তৃনমুল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা ও বামেদের সিপিএম প্রার্থী পার্থ মুখোপাধ্যায়।