আসানসোলে মনোনয়ন পত্র জমা এক নির্দল প্রার্থীর
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২১ মার্চঃ আসানসোল লোকসভা উপনির্বাচনের জন্য সোমবার এক নির্দল প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন। তার নাম সান্নি সাউ। বছর ৩৫ এর এই প্রার্থী আসানসোলের বার্ণপুরের বাসিন্দা। এদিন তিনি তৃনমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার পরে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এখনো পর্যন্ত আসানসোল লোকসভা উপনির্বাচনের জন্য দুজনই মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে পশ্চিম বর্ধমান জেলা নির্বাচনী কার্যালয় সূত্রে জানা গেছে।
বুধবার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ও সিপিএমের প্রার্থী পার্থ মুখোপাধ্যায়ের মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা। সোমবার সন্ধ্যা পর্যন্ত আসানসোল লোকসভা উপনির্বাচনের জন্য কংগ্রেস তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি।
প্রসঙ্গতঃ, গত ১৭ মার্চ থেকে মনোনয়ন পত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী ২৪ মার্চ পর্যন্ত এই উপনির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা নেওয়া হবে। ২৫ মার্চ জমা পড়া মনোনয়ন পত্রগুলি স্ক্রুটিনি করা হবে। ২৮ মার্চ বিকেল তিনটে পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে। তারপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে।
read also : Asansol में Shatrughan Sinha गाजे-बाजे के साथ पहुंचे नामांकन करने