ASANSOL

মিঠু ঘাঁটির নেতৃত্বে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে দেওয়াল লিখন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল লোকসভা উপনির্বাচনে ব্যবসায়ী ও বর্ষীয়ান বিজেপি নেতা সুব্রত ঘাঁটি ওরফে মিঠু ঘাঁটির নেতৃত্বে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে দেওয়াল লেখা হয়। মিঠু ঘাঁটির নেতৃত্বে কর্মীরা বিভিন্ন এলাকায় প্রচারপর্ব চালান।

মিঠু ঘাঁটি বলেন, আসানসোলের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আছে। ২০১৪ এবং ২০১৯ সালে আসানসোলের মানুষ খোলাখুলিভাবে মোদীজিকে সমর্থন করেছেন। ঠিক একই ধারাবাহিকতা বজায় রেখে এই উপনির্বাচনেও জনগণ বিজেপিকে সমর্থন করবে। আসানসোলের মেয়ে অগ্নিমিত্রা পাল। আমরা সবাই মিলে তার পক্ষে প্রচার চালাচ্ছি। তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে কটাক্ষ করে বলেন তুম তো ঠহরে পরদেশী সাথ কিয়া নিভাওগে

Leave a Reply