আসানসোলে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ২৪ মার্চঃ আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে লড়াইয়ে জন্য মনোনয়ন পত্র জমা দিলেন ৮ জন প্রার্থী। বৃহস্পতিবার দুপুর তিনটে পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় ছিলো। গত ১৭ মার্চ থেকে মনোনয়ন পত্র জমা দেওয়ার শুরু হয়েছিলো।




শুক্রবার জমা পড়া মনোনয়ন পত্রগুলি স্ক্রুটিনি করা হবে। শুক্রবার বিকেলে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বৈধ প্রার্থী তালিকা নির্বাচন কমিশনের নির্দেশ মতো পশ্চিম বর্ধমান জেলা নির্বাচন দপ্তরের তরফে প্রকাশিত করা হবে। আগামী ২৮ মার্চ দুপুর তিনটে পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন পত্র প্রত্যাহার করার সুযোগ পাবেন। তারপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত করা হবে।
যে ৮ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারমধ্যে রয়েছেন তৃনমুল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা, বিজেপির অগ্নিমিত্রা পাল, সিপিএমের পার্থ মুখোপাধ্যায়, কংগ্রেসের প্রসেনজিৎ পুইতুন্ডি ও ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির জগদীশ মন্ডল। বাকি তিনজন নির্দল প্রার্থী হলেন সান্নি কুমার সাউ, প্রভু কুমার সাউ ও অমিতাভ নস্কর।
প্রসঙ্গতঃ, আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা উপনির্বাচন হবে। ১৬ এপ্রিল হবে ভোট গণনা।