KULTI-BARAKAR

আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোল লোকসভা উপনির্বাচনের দিনধার্য হয়েছে 12এপ্রিল।আর তার আগেই কুলটি বিধানসভার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেস এ যোগদান।প্রায় 500জন কর্মীসমর্থক কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক,বিজেপি ছেড়ে তৃর্ণমুলকংগ্রেস যোগদান করেন।বৃহস্পতিবার কুলটিবিধান সভার নিয়মতপুর টহরম এলাকায় আনুষ্ঠানিক ভাবে এই যোগদান কর্মসূচি টী হয়।

যেখানে রাজ্যের রাজ্যের মন্ত্রী মলয় ঘটক তৃর্ণমুল কংগ্রেস এর দলের ঝান্ডা বিভিন্ন দল ছেড়ে তৃর্ণমুল কংগ্রেস এ যোগদান কারীদের হাতে তৃর্ণমুল কংগ্রেস এর দলের ঝান্ডা তুলে দেন।যেখানে কুলটি ব্লক যুব কংগ্রেস সভাপতি সুকান্ত দাস, পশ্চিমবর্ধমান জেলার এসসি এস্টি বিজেপি নেতা শুকু হাঁসদা তথা একাধিক পার্টির ব্লক নেতৃত্বরা আজ মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে যোগদান করেন।উপস্থিত ছিলেন কাউন্সিলার ইন্দ্রানী মিশ্র, সঞ্জয় নোনিয়া সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *