BARABANI-SALANPUR-CHITTARANJAN

Breaking : অস্ত্র তৈরির কারখানার হদিশ, চার দুষ্কৃতী গ্রেপ্তার

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– ( Asansol Live News Today ) গোপন সূত্রে খবর পেয়ে চিতালডাঙ্গা গ্রামে হানা দিল সালানপুর থানার রূপনারায়নপুর ফাঁড়ির পুলিস। তাতেই পর্দাফাঁস হল চিতালডাঙ্গা গ্রামের একটি এডভেস্টর এর বাড়িতে অস্ত্র তৈরির কারখানার। সালানপুর থানার রূপনারায়নপুর পঞ্চায়েতের চিতালডাঙ্গা গ্রামে এই গোপন আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিস পায় পুলিস। এই ঘটনায় আগ্নেয়াস্ত্রের মূল কারবারী চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে রূপনারায়নপুর ফাঁড়ির পুলিস।

অস্ত্র তৈরির কারখানার হদিশ


একটি এডভেস্টর এর বাড়িতে গোপনে চলছিল অস্ত্র তৈরির সুবিশাল কর্মকাণ্ড। কারখানার ভিতর থেকে আগ্নেয়াস্ত্র তৈরি বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিস।গ্রামের ভেতরে অস্ত্র তৈরির কারখানা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে স্থানীয় বাসিন্দাদের। এইভাবে বাড়ির মধ্যে কারখানা তৈরি করে ওই দুষ্কৃতীরা যে আগ্নেয়াস্ত্র তৈরির কারবার চালাচ্ছে তা কল্পনাও করতে পারেননি পুলিশ মহল। তবে এই ঘটনার পিছনে সকলেই মুঙ্গের এর বলে জানা যাচ্ছে ।ঘটনা স্তলে বিশাল পুলিশ বাহিনী সহ পুলিসের উচ্চপদস্থ আধিকারিকেরা পৌঁছান।


ওই গোপন কারখানা থেকে পিস্তল তৈরি আধুনিক লোহার পাত সহ লোহা কাটিং এর লেদ মেশিন উদ্ধার করেছে পুলিশ পাশাপাশি বন্দুক তৈরির ২ টি লোহা কাটার যন্ত্র উদ্ধার করেছে ।
স্থানীয় সূত্রে জানাগেছে বাড়ির মালিক এর নাম দীনেশ চৌধুরী ,তিনি বাড়িটি ভাড়াই দিয়েছিলেন ।তবে স্থানীয়রা ও বলেন অনেকদিন ধরেই তারা বাড়িটি বন্ধ অবস্থায় দেখেন কিন্তু কিছুদিন হল বাড়িটি খোলা দেখা যাচ্ছে এবং কিছু লোকের আনাগোনা হচ্ছে ।তাদের জানা ছিল যে বাড়িতে কোন নাটবল্টু তৈরি হত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *