West Bengal Assembly : বিধানসভায় তুমুল ধস্তাধস্তি, দুপক্ষের বিধায়কদের মধ্যে মারামারি
বেঙ্গল মিরর, কলকাতা: সোমবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বিধানসভা.সোমবার বিধানসভা শুরু হতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি প্রসঙ্গে আলোচনা চেয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে চান। বিজেপি বগটুই ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন গত কয়েকদিন ধরে। তবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের তরফে জানিয়ে দেওয়া হয়, যে তাঁরা আইনগত দিক থেকে আলোচনা চাননি। বরং বিধানসভার কাজ বিঘ্নিত হচ্ছে তাতে। ফলে সম্ভব নয়, এই নিয়ে আলোচনা। এরপর ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। সমালোচনা করেন তৃণমূল বিধায়করা। সেসময় মন্ত্রী ফিরহাদ হাকিম বিষয়টি থামানোর চেষ্টা করেন। তখনই দুপক্ষের বিধায়কদের মধ্যে রীতিমতো মারামারি শুরু হয়ে যায়।।
জানা গিয়েছে, বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গার জামা ছিঁড়ে দেওয়া হয়। চশমা ভেঙে যায় এক বিধায়কের। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নাক ফেটে গিয়েছে। এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। অসিতবাবুর অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দ্বারা প্রহৃত হয়েছেন তিনি।
সোমবারই বিধানসভা অধিবেশনের শেষ দিন ছিল। এদিন অধিবেশনের শুরুতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়েন বিজেপি বিধায়করা। তাঁর অভিযোগ, ”আপনারা গত কয়েকদিন ধরে অধিবেশনের কাজ চালাতে সমস্যা তৈরি করেছেন। স্লোগান দিয়েছেন, চিৎকার করেছেন, ওয়াক আউট করেছেন।পুলিশ বাজেটেও আপনারা উপস্থিত থাকেননি।” অধ্যক্ষের এই বক্তব্যের পর ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা।
বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাকে ঘুসি মারা হয় এবং তাঁর জামাও ছিঁড়ে দেওয়া হয় বলে শুভেন্দুর অভিযোগ। তিনি জানান, চন্দনা বাউড়ি, তাপসী মণ্ডলের মতো মহিলা বিধায়করাও আক্রান্ত হন। চন্দনার গায়ে পুরুষ পুলিশ নিরাপত্তাকর্মীরা হাত দেন বলে দাবি করেন তিনি। বিজেপি বিধায়ক শওকত মোল্লা, রহিম বক্সি, তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি বিধায়কদের উপর হামলা চালানোর অভিযোগ করেন বিরোধী দলনেতা।