ASANSOL

আসানসোল পুরনিগমের পুর্ণাঙ্গ বাজেটের পরিবর্তে দুমাসের “ভোট অন একাউন্টস “

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ২৯ মার্চঃ আসানসোল লোকসভা উপনির্বাচনের জন্য লাঘু রয়েছে আদর্শ আচরণ বিধি। তাই পূর্ণাঙ্গ বাজেটের পরিবর্তে আগামী দুমাসের জন্য ” ভোট অন একাউন্টস্ ” ( Interim Budget ) করলো আসানসোল পুরনিগম। পুর কমিশনারের পরিবর্তে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে ” ভোট অন একাউন্ট ” র বৈঠক ডাকার অভিযোগ তুলে মঙ্গলবার সকালে হওয়া এই বৈঠক বয়কট করেন আসানসোল পুরনিগমের বিজেপি কাউন্সিলররা। আর এই বৈঠককে কেন্দ্র করে আসানসোল লোকসভা উপনির্বাচনের আবহে সরগরম হয়ে উঠল আসানসোলের রাজনীতি।


আসানসোল পুরনিগমে মেয়র ও চেয়ারম্যান শপথ নিয়েছেন। বোর্ড গঠন পুরোপুরি হয়নি এখনও। বোরো চেয়ারম্যান ও মেয়র পারিষদ গঠন হয়নি। ১২ ফেব্রুয়ারি পুরভোট হয়েছিল। ১৪ ফেব্রুয়ারি বেরিয়েছিলো ফল। ২৫ ফেব্রুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠান হয় মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের। অর্থ্যাৎ একমাস আগে ভোট হয়ে গেলেও এখনও পর্যন্ত আসানসোল পুরনিগমের বোর্ড গঠন করা সম্ভব হয়নি। কিন্তু নিয়ম অনুযায়ী তা হয়ে যাওয়ার কথা। কিন্তু, আসানসোল লোকসভা উপনির্বাচন ঘোষণা হওয়ায় তা করা সম্ভব হয়নি।


এমন পরিস্থিতিতে পুর কাউন্সিলরদের নিয়ে পুরবোর্ডের বৈঠক ডাকলেন পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় । এই কাজকে অনৈতিক ও এক্তিয়ার বহির্ভূত বলে অভিযোগ করেন বিরোধী বিজেপি কাউন্সিলররা। আসানসোলে নির্বাচনি আবহে এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়েছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে পুর কমিশনার নীতিন সিঙ্গানিয়াকে চিঠি দিয়েছেন বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারি।
পুরনিগমের “মুখোমুখি” মিটিং হলে এদিন হওয়া পুর কাউন্সিলদের বিশেষ বৈঠকে মেয়র বিধান উপাধ্যায়, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক সহ শাসক দলের প্রায় সব কাউন্সিলররা। ছিলেননা কুলটির তৃনমুল কংগ্রেসের কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায়। বিরোধী দল সিপিএম, কংগ্রেস ও নির্দল কাউন্সিলররাও এই বৈঠকে ছিলেন।


চৈতালি তেওয়ারির চিঠি প্রসঙ্গে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এদিনের বৈঠকের পরে বলেন, এক মাসের মধ্যে বৈঠক করার নিয়ম। সেক্ষেত্রে কেউ যদি বৈঠক না ডাকে তাহলে চেয়ারম্যানের কর্তব্য বৈঠক ডাকার। এখন আসানসোল লোকসভা উপনির্বাচনের প্রক্রিয়া চলছে। পুর কমিশনার এআরও অর্থ্যাৎ অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন। তাকে সময় মত পাওয়া যায়নি। কিন্তু আসানসোল পুরনিগম এলাকার মানুষদের কথা ভেবে এই বৈঠক ডাকাটা জরুরী ছিলো । তাই তড়িঘড়ি বৈঠক ডেকেছি। কারণ মঙ্গলবার এই বৈঠক করা না হলে, ১ এপ্রিল থেকে কোন কিছু করা যাবে না। বৈঠক বয়কট যে কেউ করতেই পারে। আমরা কি করতে পারি। আমাদের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে। কারণ তারা আমাদের ভোট দিয়েছেন। তিনি বলেন, এদিন আগামী দুমাসের জন্য ২০ কোটি ৪১ লক্ষ টাকার ভোট অন একাউন্টস্ পাশ করানো হয়েছে। দুমাস পরে মেয়র আগামী আর্থিক বছরের বাকি ১০ মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *