ঝাড়খন্ড-বাংলা সীমানায় নাকা তল্লাশির সময় এক লাখ ৯০ হাজার টাকা উদ্ধার
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল লোকসভা উপনির্বাচন ঘিরে পশ্চিমবর্ধমান জেলার 21টি জায়গায় 24 ঘন্টা চলছে নাকা তল্লাশি।এই উপ-নির্বাচন ঘোষণার পর থেকেই সব জায়গায় এই তল্লাশি অভিযান চলছে।পুলিস সূত্রের খবর, নাকা তল্লাশিতে অভিযান চালিয়ে এখনো পর্যন্ত ৩০ লাখের বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বুধবার সকালে রুণাকুরা ঘাট থেকে 17 লক্ষ টাকা উদ্ধারের পর
একইদিনে সন্ধ্যায় কুলটি থানার অন্তর্গত বরাকর ফাঁড়ির পুলিশ রামনগর নাকায় কুলটির সাঁকতোড়িয়ার বাসিন্দা প্রসেনজিৎ মুখার্জির কাছ থেকে এক লাখ ৯০ হাজার টাকা বাজেয়াপ্ত করে। গতকাল রাতে তিনি বরাকার যাচ্ছিলেন। তদন্তকালে তিনি নগদ অর্থের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এমন পরিস্থিতিতে, বরাকর ফাঁড়ির পুলিশ উপ-নির্বাচন প্রক্রিয়া চলাকালীন এফএসটির উপস্থিতিতে উল্লিখিত টাকা বাজেয়াপ্ত করে।