ASANSOLKULTI-BARAKAR

উপনির্বাচন সুষ্ঠ শান্তিতে সম্পন্ন করতে বর্ডার এলাকায় রুটমার্চ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল লোকসভা উপনির্বাচনের দিনধার্য হয়েছে 12এপ্রিল আর এই নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠ ও শান্তিতে সম্পন্ন করার লক্ষে পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমানা ডুবুডি বর্ডার চেকপোষ্টে করাহলো রুটমার্চ।কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ও কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির আধিকারিক সহ সকল পুলিশ

এই রুটমার্চ এ উপস্থিত ছিলেন একই সাথে ডুবুডি বর্ডার চেকপোস্ট লাগোয়া গ্রামগুলোতেও রুটমার্চ করা হয়।এদিন পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমানার ডুবুডি বর্ডার চেকপোষ্টে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী কে নিয়ে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ রুটমার্চ করলেন এবং মানুষের সাথে কথাবলেন।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *