ASANSOL

প্রচারে হোর্ডিং দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ, পুরনিগমে ধর্ণায় অগ্নিমিত্রা পাল

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১ এপ্রিলঃ ( Asansol News Live Today in Bangla ) জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ থাকা সত্বেও আসানসোল পুরনিগম কতৃপক্ষ ভোটের প্রচারে হোর্ডিং দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে। শুক্রবার এই অভিযোগ তুলে আসানসোল পুরনিগম ভবনে মুল গেটের সামনে সিঁড়িতে ধর্ণায় বসে বিক্ষোভ দেখালেন আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ( Agnimitra Pal ) । তার সঙ্গে সিঁড়িতে বসেন বিজেপির নেতা ও কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোল পুরনিগমে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


বিক্ষোভের মধ্যে অগ্নিমিত্রা পাল দলের নেতা ও কর্মীদের নিয়ে কথা বলতে মেয়র বিধান উপাধ্যায়ের চেম্বারেও যান। সেখানে তিনি মেয়রকে গোটা বিষয়টি দেখার জন্য অনুরোধও করেন। মেয়র তাকে গোটা বিষয়টি জেনে কমিশনের নির্দেশ মতো যা করার তার আশ্বাস দিয়েছেন।
পরে বিজেপি প্রার্থী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফ্রি এন্ড ফেয়ার ভোট হবে। কিন্তু কোথায়? কোথাও ফ্রি হয়নি ও ফেয়ারও হয়নি।

তিনি বলেন, প্রচারে হোর্ডিং দেওয়ার ক্ষেত্রেও আসানসোল পুরনিগম পক্ষপাতিত্ব করছে। নির্বাচন কমিশনের লিখিত নির্দেশ আছে, আসানসোল পুরনিগম সব রাজনৈতিক দলকে সমান হারে হোর্ডিং দেবে। কিন্তু তা করা হচ্ছে না। আমাকে মাত্র ১২ টা দেওয়া হয়েছে। অথচ শাসক দল তৃনমুল কংগ্রেস সবার থেকে অনেক বেশি হোর্ডিং পেয়েছে। বিরোধী দল বলে, আমরা কি পাবো না? আমরা কি বানের জলে ভেসে এসেছি। মেয়র আমাকে আশ্বাস দিয়েছেন। দেখবো, সেই মতো কাজ হচ্ছে কিনা। নাহলে আসানসোল পুরনিগমের সামনে অনশনে বসবো।
একটা সময় পুরনিগমের সামনে অগ্নিমিত্রা পালের সঙ্গে মেয়রের কথাবার্তা হয়। বিজেপি প্রার্থী তাকে বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন, পুর কমিশনার লিখিত ভাবে দিয়েছেন, তা সত্বেও পক্ষপাতিত্ব করা হচ্ছে।


এই প্রসঙ্গে বিজেপি প্রার্থীর অভিযোগ মেয়র অবশ্য পুরোপুরি মানতে চাননি। তিনি বলেন, যতদূর জানি নির্বাচন কমিশনের নির্দেশ মতো সবাইকে সমান ভাবে হোর্ডিং দেওয়া হয়েছে। বিজেপিকে ১২ টি হোর্ডিং দেওয়া হয়েছে। তাও তিনি যখন অভিযোগ করছেন, তখন খতিয়ে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *