ASANSOL

আসানসোল শহরে অভিনব প্রচার কংগ্রেস প্রার্থীর

জ্বালানি ও গ্যাসের দাম বৃদ্ধি প্রতিবাদে সিলিন্ডার চাপিয়ে রিক্সা চালিয়ে

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২ এপ্রিলঃ জ্বালানি ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে অস্বাভাবিক হারে। তারই প্রতিবাদে শনিবার সকালে আসানসোল শহরে সিলিন্ডার চাপিয়ে ঠ্যালা রিক্সা চালিয়ে অভিনব প্রচার করলেন আসানসোল লোকসভা উপনির্বাচনের কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি। তার সঙ্গে ছিলেন আসানসোল পুরনিগমের কাউন্সিলর এস এম মুস্তফা, প্রাক্তন কাউন্সিলর অশোক রায় ও শাহ আলম।


এদিন সকালে আসানসোল উত্তর বিধান সভার আসানসোলের জিটি রোডের গীর্জা মোড় থেকে কংগ্রেসের প্রার্থী ঠ্যালা রিক্সা চালিয়ে প্রচার শুরু করেন। সেই প্রচার হটন রোড, এস বি গরাই রোড হয়ে শেষ হয়। কংগ্রেসের প্রার্থী তার অভিনব প্রচার নিয়ে বলেন, আজ পেট্রোল ১১০ টাকা পার করেছে। ডিজেল ১০০ টাকা ছুঁই ছুঁই। আর রান্নার গ্যাস হাজারে পৌঁছেছে। আর ইউপিএ জমানায় সামান্য কিছু দাম বাড়লে বিরোধীরা ত্রাহি ত্রাহি রব তুলতো।

এখন? আমি এরই প্রতিবাদে এই ভাবে মানুষের কাছে যাচ্ছি, আর বোঝানোর চেষ্টা করছি, রাজ্য ও কেন্দ্র দুই সরকারই কতটা বিপজ্জনক।
এদিন বিকেলেও কংগ্রেসের প্রার্থী এসবি গরাই রোডের ইসমাইল মোড় থেকে আসানসোল দক্ষিণ বিধান সভা এলাকায় প্রচার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *