BARABANI-SALANPUR-CHITTARANJAN

অগ্নিমিত্রা পাল এর হয়ে প্রচার সারলেন রাহুল সিনহা

বেঙ্গল মিরর,মনোজ শর্মা, বারাবনি : বারাবনি ব্লক আজ দমহানি জল টাংকির কাছ থেকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এর হয়ে প্রচার সারলেন রাহুল সিনহা
তিনি প্রচার চলাকালীন দমানি বাজারে ঠিক ঢোকার আগেই পুলিশের পক্ষ থেকে প্রচারে বাধা দেবার ঘটনা ঘটলো কিন্তু তিনি সব কথা মেনে নেয়ার পরেও উনি জানালেন যে এইভাবে প্রচারকে বন্ধ করা যায় না আমরা চালু করেছি শেষ করব কিছুটা দূরে যে এছাড়া উপস্থিত ছিলেন অরিজিৎ রায় পিন্টু সাধু স্বপন রায় ও আর বিজেপির নেতা নেত্রীরা।

Leave a Reply