কোবরা ম্যান রাজনীতিতে এখনও আছেন নাকি ? মন্তব্য শত্রুঘ্ন সিনহার, বেজায় চটলেন অগ্নিমিত্রা পাল
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল* : মিঠুন চক্রবর্তী ( Mithun Chakraborty ) শনিবারই অগ্নিমিত্রা ( Agnimitra Pal ) পালকে ” বোন ” বলে আসানসোল লোকসভা উপনির্বাচনে ভোট প্রার্থনা করেছেন। রবিবারই তাকে ” কোবরা ম্যান ” ( Cobra Man ) বলে কটাক্ষ করে তৃনমুল কংগ্রেসের প্রার্থী বললেন রাজনীতিতে এখনও আছেন নাকি ?
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![কোবরা ম্যান রাজনীতিতে এখনও আছেন](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/04/IMG-20220403-WA0045-500x281.jpg)
আসানসোল লোকসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা রবিবাসরীয় প্রচারে খৃষ্টান সম্প্রদায়ের মানুষদের জন্য সভা করতে আসানসোলের রবীন্দ্রভবনে এসেছিলেন। সেই সভার শেষে সংবাদমাধ্যম তার কাছে প্রশ্ন করেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে মিঠুন চক্রবর্তী ভিডিও বার্তা দিয়েছেন। তাকে ভোটে জেতানোর আবার আহ্বান জানিয়েছেন। সেই প্রসঙ্গে শত্রুঘ্ন সিনহা পরিচিত হাসিতে প্রতিক্রিয়া দেন। মিঠুনকে তিনি কোবরাম্যান বলেন। প্রশ্ন তোলেন, তিনি রাজনীতিতে এখনও আছেন কিনা? পরে অবশ্য বলেন মিঠুন ভালো লোক।
যদিও বিরোধী দলের প্রার্থীর এই প্রতিক্রিয়াকে ভালোভাবে নেননি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তার তোপ, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে এসে শত্রুঘ্ন সিনহা তৃণমূলের সংস্কৃতি খুব তাড়াতাড়ি রপ্ত করে ফেলেছেন। অভিনেতা হিসেবে শত্রুঘ্ন সিনহাকে সম্মান জানান তিনি। তিনি বলেন, বলিউডে তার কন্ট্রিবিউশন রয়েছে। কিন্তু মিঠুন চক্রবর্তীকে এই কটাক্ষ করাটাকে আদৌ ভালো ভাবে নিচ্ছেন না বলে জানান বিজেপি প্রার্থী।