ASANSOLKULTI-BARAKAR

নিয়ামতপুরে দলীয় প্রার্থীর সমর্থনে তৃণমূল কংগ্রেসের মিছিল

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল লোকসভা উপনির্বাচনকে সামনে রেখে পুরো দমে চলছে নির্বাচনী প্রচার , তাই প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা সাথে দলের উচ্চ নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা । সেই মতে আসানসোল লোকসভা কেন্দ্রের কুলটির নিয়ামতপুরে বুধবারে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে করা হলো এক মিছিল ।

তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘন সিনহা সমর্থনে মিছিল করা হলো নিয়ামতপূরের টহরম থেকে লিথুরিয়া রোড হয়ে GT রোড হয়ে নিয়ামতপুর দেবী মন্দির পর্যন্ত মিছিল করা হলো । যেখানে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় , সঙ্গে স্থানীয় কাউন্সিলর ইন্দ্রাণী মিশ্র ,প্রাক্তন কাউন্সিলর রাজেশ শাউ , মীর হাসিম সহ অনেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *