PURULIA-BANKURAWest Bengal

ইস্পাত কারখানায় দুর্ঘটনায় মৃত্যু এক শ্রমিকের,আহত আরো তিন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী,বাঁকুড়া : কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার মেজিয়া শিল্পাঞ্চলে। দুর্ঘটনায় আহত আরো তিন শ্রমিক। মৃত শ্রমিকের নাম আসলাম হোসেন (২৭)। বাড়ি পুরুলিয়া জেলার সাঁতুড়ি থানার ভেটি গ্রামে। গত কয়েকদিন আগে আসলাম হোসেন, আফজাল হোসেন,আরমান শেখ,আরিফ শেখ মেজিয়ার জেমুয়া এলাকার একটি বেসরকারি লৌহ ও ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিকের কাজে যোগ দেন।

বুধবার দুপুর একটা নাগাদ ওই বেসরকারি লৌহ ইস্পাত কারখানায় নির্মীয়মান নতুন প্লান্টে কাজ করার সময় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে।সেই দুর্ঘটনায় প্রাণ হারায় আসলাম হোসেন।বাকিরা দুর্গাপুরের একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে। শ্রমিক সূত্রে খবর ওই কারখানায় নির্মীয়মান টিনের সেডে কাজ করছিলেন সকলে।সেই সময় কোনো কারণ বসত নির্মীয়মান ওই সেড ধসে পড়ে।যার ফলে কর্মরত এই সকল শ্রমিকরা দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর ভাবে আহত হয়।তাদের মধ্যে আসলাম হোসেন কে অচৈতন্য অবস্থায় মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয়। গুরুতর আহত বাকি তিনজনকে দুর্গাপুরের কোন এক হাসপাতালে ভর্তি করানো হয়

।পরে মেজিয়া থানার পুলিশ মেজিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এই দুর্ঘটনার প্রকৃত কারণ কি বা কার গাফিলতির কারণে এ ধরনের ঘটনা ঘটল তা নিয়ে অবশ্য মুখ খোলেনি কারখানা কর্তৃপক্ষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *