বন্ধ কারখানাগুলি খুলতে বামফ্রন্টের হাত শক্তিশালী করার প্রয়োজন : পার্থ মুখার্জী
বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : বৃহস্পতিবার আসানসোল অটো মার্কেটের সামনে থেকে বামফ্রন্ট মনোনীত সিপিআই (এম) প্রার্থী পার্থ মুখার্জি, চন্দন মুখার্জী, ভিক্টর আচার্যের পাশাপাশি আসানসোলের লোকসভা উপনির্বাচনে বামফ্রন্টের মনোনীত সিপিআই (এম) প্রার্থী পার্থ মুখার্জীর সমর্থনে একটি মিছিল বের করা হয়।




এই উপলক্ষ্যে সত্যজিৎ চ্যাটার্জী ও পুরুষ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। পার্থ মুখার্জী বলেন, তৃণমূল বা বিজেপি আসানসোলের উন্নয়নের জন্য উপযুক্ত নয়। আসানসোলের বন্ধ কারখানাগুলি পুনরায় খুলতে বামফ্রন্টের হাত শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। আর সেই কারণে তিনি আগামী ১২ এপ্রিল বামফ্রন্টের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।