রাত পোহালেই বড় লড়াই, আগের দিন চূড়ান্ত ব্যস্ততা চার প্রধানের শিবিরে
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১১ এপ্রিলঃ রাত পোহালেই বড় লড়াই। তাই সোমবার সকাল থেকে চূড়ান্ত ব্যস্ততা আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে লড়াইয়ে থাকা চার প্রধান দলের শিবিরে। এবারে আসানসোল লোকসভা উপনির্বাচনে সরাসরি লড়াই হচ্ছে তৃনমুল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা, বিজেপির অগ্নিমিত্রা পাল, সিপিএমের পার্থ মুখোপাধ্যায় ও কংগ্রেসের প্রসেনজিৎ পুইতুন্ডির মধ্যে। ইতিমধ্যেই প্রচার বন্ধ হয়েছে। তাই চার দলের নির্বাচনী কার্যালয়ে এদিন সকাল চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।
শাসক দলের সেন্ট্রাল নির্বাচনী কার্যালয় করা হয়েছে আসানসোলের বার্ণপুর রোডের পুলিশ লাইনের উল্টোদিকে। আসানসোলের এভলিং লজে বিধায়ক অফিস থেকেই বিজেপির উপনির্বাচনের যাবতীয় কাজ করা হচ্ছে। সিপিএমের নির্বাচন দেখভালের কাজ চলছে আসানসোলের আপকার গার্ডেনের অফিস থেকে। কংগ্রেসের সেন্ট্রাল নির্বাচনী অফিস হয়েছে আসানসোলের হটন রোডে।
সোমবার সকালে চার দলের অফিসে গিয়ে দেখা গেলো নেতারা সবকিছু শেষবারের মতো নিজেরা একবার করে বুঝে নিচ্ছেন। পরে তারা তা বুঝিয়ে দিচ্ছেন বুথ এজেন্ট সহ অন্যদেরকে। যারা মঙ্গলবার সকাল থেকে রাস্তায় থাকবেন। কেউ থাকবেন বুথের অদূরে দলের ক্যাম্প অফিসে। প্রচন্ড গরমের মধ্যে আসানসোলের ভোট। তাই সব দলের তরফে কর্মীদের জন্য ওআরএসের ব্যবস্থা করেছে বলে জানা গেছে।
এদিন সকাল থেকে চার প্রার্থী নিজের মতো করে ভোটের কাজের তদারকি করছেন। তারা কখনো ফোনে, আবার কখনো বৈঠকে বসে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গতঃ, নির্বাচনী লড়াইয়ের এই চারজনের মধ্যে কিছুটা হলেও অভিজ্ঞ তৃনমুল কংগ্রেসের তারকা প্রার্থী বর্ষীয়ান বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তিনি দুবার লোকসভা নির্বাচনে লড়েছেন। তারপরেই আছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি ২০২১ সালের রাজ্য বিধান সভা নির্বাচন আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে লড়াই করে বিধায়ক হয়েছেন। বাকি দুজন পার্থ মুখোপাধ্যায় ও প্রসেনজিৎ পুইতুন্ডি নির্বাচনী লড়াইয়ে নতুন মুখ।