আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন, একনজরে
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল : লোকসভা কেন্দ্রের উপনির্বাচন একনজরে রাজনৈতিক চিত্র, একনজরে নির্বাচনী পরিকাঠামো
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
★সাতটি বিধানসভা —— আসানসোল ( দক্ষিণ) , আসানসোল ( উত্তর), কুলটি, বারাবনি, রানিগঞ্জ, জামুড়িয়া ও পান্ডবেশ্বর।
★২০১৪ ও ২০১৯ লোকসভা নির্বাচনে জয়ী বাবুল সুপ্রিয় ( বিজেপি)।
★২০২১ সালের নভেম্বর মাসে প্রথমে দল ও পরে আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা।
★২০২১ সালের বিধান সভা নির্বাচন —– আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি বিধান সভার মধ্যে ৫টিতে জয়ী তৃনমুল কংগ্রেস ( আসানসোল ( উত্তর), বারাবনি, রানিগঞ্জ, জামুড়িয়া ও পান্ডবেশ্বর। ২ টিতে জয়ী বিজেপি ( আসানসোল ( দক্ষিণ) ও কুলটি।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/04/IMG-20220411-WA0092-500x281.jpg)
★ আসানসোল পুরনিগম ১০৬ টি। সদ্য শেষ হওয়া পুর ভোটের ফলাফল — তৃনমুল কংগ্রেস — ৯১, বিজেপি — ৭, কংগ্রেস — ৩, নির্দল — ৩ ও সিপিএম –২। তবে লোকসভা উপনির্বাচনের প্রচারের সময় দল পরিবর্তন করে তৃনমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ৩ নির্দল ও ১ কংগ্রেস কাউন্সিলর।
★ আসানসোল লোকসভা কেন্দ্রের ত্রিস্তরীয় পঞ্চায়েতের ( গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ) সব আসনই তৃনমুল কংগ্রেসের দখলে।
একনজরে নির্বাচনী পরিকাঠামো
———-মোট ভোটার —- ১৭ লক্ষ ৩৬ হাজার ৪৭৫ জন। পুরুষ ভোটার — ৮ লক্ষ ৯০ হাজার ৮৬৯ জন।
মহিলা ভোটার — ৮ লক্ষ ৪৫ হাজার ৫৬২ জন।
তৃতীয় লিঙ্গ ভোটার —- ৪৪ জন।
বিশেষ চাহিদা সম্পন্ন ভোটার ( পিডবলুডি) — ১০ হাজার ৪৯৭ জন ভোটার।
★ মোট বুথ — ২, ১০২। মেন বুথ — ১৮৭৮। অক্সিলারি বুথ — ২২৪।
মোট ভোট কর্মী — ১০, ৩২৭ জন। মহিলা ভোট কর্মী — ১০৮ জন।
মোট মাইক্রো অবজারভার — ৪০০ জন।
মহিলা পরিচালিত বুথ — ১৭।
★★★ নির্বাচন কমিশনের পর্যবেক্ষক – ৫জন ( ৩ জন জেনারেল পর্যবেক্ষক, ১ জন পুলিশ পর্যবেক্ষক ও ১ জন আয় ব্যয় পর্যবেক্ষক)।
★ ১১ হাজার কেন্দ্রীয় বাহিনী পুলিশ। কমবেশি ৫ হাজারের মতো রাজ্য পুলিশ । সব বুথে কেন্দ্রীয় বাহিনী। ১০০ শতাংশ বুথে সিসি ক্যামেরার নজরদারি। ৫১ শতাংশ বুথে ওয়েব কাস্টিং।