ASANSOL

ফ্যান চালাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট, মৃত্যু জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের ক্যাজুয়াল কর্মীর

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৪ এপ্রিলঃ কিনে নিয়ে আসা নতুন টেবিল ফ্যান চালাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো আসানসোল জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের এক ক্যাজুয়াল কর্মীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার রাতে আসানসোল জেলা হাসপাতালের কর্মী আবাসনে। মৃত কর্মীর নাম হিমানিশ ওরফে গুড্ডু চট্টোপাধ্যায় (৩৩)। বৃহস্পতিবার সকালে আসানসোল জেলা হাসপাতালের মর্গে কর্মীর মৃতদেহর ময়নাতদন্ত হয়। পরে মৃতদের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস সহ অন্যান্য ফুল দিয়ে কর্মীর প্রতি শ্রদ্ধা জানান।

close up shot of a vintage electric fan
Photo by Luke Yanko on Pexels.com


পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোলের আপকার গার্ডেনের বাসিন্দা হিমানিশ ওরফে গুড্ডু চট্টোপাধ্যায় আসানসোল জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ক্যাজুয়াল কর্মী হিসাবে কাজ করতেন। একইসঙ্গে তিনি পরিবার নিয়ে হাসপাতালে কর্মী আবাসনে থাকতেন। বুধবার ইভিনিং শিফটে ডিউটি করার পরে তিনি রাত আটটা নাগাদ বাজার থেকে একটি টেবিল ফ্যান কিনে আনেন। রাত সাড়ে দশটার পরে আবাসনে সেই ফ্যান চালাতে সুইচ অন করেন। এরপর ফ্যানে দিতেই তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। বাড়ির লোকেরা দৌড়ে এসে সুইচ অফ করেন। এরপর অচৈতন্য অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে এনে ভর্তি করা হয়। পরে তার মৃত্যু হয়। এই ঘটনায় হাসপাতালের কর্মী মহলে শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *