ASANSOL

ইভিএম ট্যাম্পারিংয়ের আশঙ্কা প্রকাশ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের

গণনার একদিন আগে একাধিক অভিযোগ দায়ের কমিশনে

বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ১৫ এপ্রিলঃ গণনার ঠিক একদিন আগে ইভিএম ট্যাম্পারিংয়ের আশঙ্কা প্রকাশ করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। গণনা কেন্দ্র সংক্রান্ত সাতটি অভিযোগ শুক্রবার জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছেন। তার মধ্যেই রয়েছে ইভিএম ট্যাম্পারিংয়ের বিষয়টি।
এদিন সন্ধ্যায় আসানসোলের জিটি রোডের ইভলিং লজের বিধায়ক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, গণনার সময় যদি আমি দেখি ইভিএমের চার্জ, ৭৫ শতাংশের বেশি আছে ও সিল ঠিক নেই, তাহলে সেটি গণনা করতে দেবোনা। কমিশনের কাছে ঐ ইভিএম থাকা বুথের আমি পুনর্নির্বাচন চাইবো। এছাড়াও দেখা যায় হলের ভেতরে ইভিএম খোলার সঙ্গে সঙ্গে একজন এসে এজেন্টকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেন। আমি এজেন্টদের বলেছি ইভিএমের ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কোন কাগজে সই না করতে।


বিজেপি প্রার্থী আরো বলেন, আমার কাছে খবর আছে শাসক দল জেলা প্রশাসনের আধিকারিক ও পুলিশ অফিসারের একাংশের সহযোগিতায় গণনা কেন্দ্রে কিছু করার পরিকল্পনা নিয়েছে। যেমনটা আসানসোল পুরনিগম নির্বাচনের সময় করেছিলো। কমিশনকে বলেছি, স্বীকৃত পরিচয়পত্র না ছাড়া কাউকে গণনা কেন্দ্রের মধ্যে ঢুকতে দেওয়া না হয়। তৃনমুল কংগ্রেস ভুয়ো কার্ড করে খাবার ও জল দেওয়ার নাম করে কর্মীদের ঢোকানোর পরিকল্পনা নিয়েছে। রাজ্য পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের কোনমতেই গণনা কেন্দ্রের মধ্যে রাখা যাবেনা বলে কমিশনকে জানিয়ে দিয়েছি।

তিনি আরো আশঙ্কা প্রকাশ করেন যে, গণনার আগের দিন রাতে স্ট্রং রুমে ঢুকে শাসক দল ইভিএমে কারচুপির চেষ্টা করতে পারে। সর্বোপরি বিজেপি প্রার্থী ভোট গণনার পরে সব দলের কাছে শান্তি বজায় রাখার অনুরোধ করেছেন। পাশাপাশি তিনি বলেন, ২০২১ এর ২ মের পরে যে সব ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেটা পুলিশ ও প্রশাসন যেন দেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *