ASANSOL

তিন লক্ষাধিক ভোটে জিতেই বললেন ” খামোশ “,২৪ এ মমতা বন্দ্যোপাধ্যায় হবেন ” গেম চেঞ্জার “, দাবি শত্রুঘ্ন সিনহার

আমার সঙ্গে ” ম্যাজিক ম্যান ” মন্ত্রী মলয় ঘটক আছেন

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্ত আসানসোল, ১৬ এপ্রিলঃ আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তিন লক্ষেরও বেশী ব্যবধানে জিতেই বললেন ” খামোশ “। আরো বললেন, ২০২৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায় হবেন ” গেম চেঞ্জার “। শনিবার সকাল থেকে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজর গণনা কেন্দ্রে আসেননি তৃনমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। ছিলেন হোটেলেই। তিনি যখন প্রায় লক্ষাধিক ভোটেরও বেশি ব্যবধানে বিজেপি প্রার্থীর চেয়ে এগিয়ে, তখন এক সাক্ষাৎকারে বিহারি বাবু ” শত্রুঘ্ন সিনহা অনেকটা সিনেমায় ডায়লগ দেওয়ার স্টাইলে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে যাবেন, আমরাও সেখানে সেখানে যাবো। বিহারেরও নিয়ে যাবো। এখানে ভোটে ইভিএমে কিছু করা হয় নি। ভয় ও পক্ষপাতহীন এবং ফ্রি এন্ড ফেয়ার ভোট হয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। সর্বোপরি তৃনমুল কংগ্রেসের কর্মী ও আসানসোলের মানুষের জয়।


নির্বাচন কমিশনের তরফে চূড়ান্ত ফল ঘোষণা হওয়ার পরে শত্রুঘ্ন সিনহা এদিন সন্ধ্যা ছটা নাগাদ আসানসোলের গণনা কেন্দ্রে আসেন। সঙ্গে ছিলেন স্ত্রী পুনম সিনহা ছাড়াও মন্ত্রী মলয় ঘটক সহ অন্যান্যরা। সেখানে আসানসোল লোকসভা কেন্দ্রের আরও বা রিটার্নিং অফিসারের কাছ থেকে তিনি সাংসদ হিসাবে জয়ী হওয়ার সার্টিফিকেট নেন।


তার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমার আসানসোল ও আসানসোলের মানুষের উপর পুরো ভরসা ছিলো। তিন লক্ষেরও বেশী ব্যবধানে কি জেতার আশা করেছিলেন? তার উত্তরে বর্ষীয়ান বলিউড অভিনেতার বক্তব্য, আমার স্ত্রী ঠাকুরের কাছে পুজো দিয়ে ২ লক্ষ ভোটে জেতর মানত করেছিলেন। আসানসোলের মানুষ তার চেয়েও বেশি দিয়েছেন। এই জয়ের কৃতিত্ব তিনি আসানসোলেট সব স্তরের নেতাদের সমান ভাবে দিয়েছেন। একে একে তিনি নাম করেছেন মন্ত্রী মলয় ঘটক থেকে শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি বিধান উপাধ্যায়, বিধায়ক তাপস বন্দোপাধ্যায়, হরেরাম সিং, নরেন্দ্রনাথ চক্রবর্তী ও প্রদীপ মজুমদারের।


সাংবাদিকদের বলেন, আসানসোলের মানুষ মোদি সরকারের জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধেও ভোট দিয়েছেন। ২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সারা দেশের কাছে এটা একটা বার্তা। জগজীৎ সিংয়ের বিখ্যাত এক গজলের সংলাপ তুলে শত্রুঘ্ন বলেন, ” আহিস্তা, আহিস্তা “। আমার সঙ্গে ” ম্যাজিক ম্যান ” মন্ত্রী মলয় ঘটক আছেন। তিনি এখানকার গার্জেন। সর্বোপরি তৃনমুল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। সবার সঙ্গে কথা বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গুরুত্ব বিচার করে আসানসোলের জন্য কাজ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *