আসানসোলে লক্ষ্মীর ভান্ডার সুবিধাভোগীদের চেক ও শুভেচ্ছা বার্তা বিতরণ
রবীন্দ্র ভবনে জেলাশাসক, জেলা সভাধিপতি, মেয়র ও চেয়ারম্যানের উপস্থিতিতে
বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : বুধবার দুপুরে আসানসোল রবীন্দ্র ভবনে লক্ষ্মীর ভান্ডার সুবিধাভোগীদের চেক ও শুভেচ্ছা বার্তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশপাশি এদিন এলইডি স্ক্রিনে উপস্থিত সকলকে কলকাতার নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন উদ্বোধন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সরাসরি সকলের সামনে তুলে ধরা হয়। বস্তুত, মুখ্যমন্ত্রীর পাখির চোখ এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। তৃতীয়বার ক্ষমতায় ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শিল্পের উপর আমাদের বিশেষ নজর দিতে হবে। গত দু’বছর করোনার কারণে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন করা সম্ভব হয়নি। তাই এবারের এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে তিনি বেশি গুরুত্ব দিতে চাইছেন।




এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক এস অরুণ প্রসাদ, জেলা সভাধিপতি শুভদ্রা বাউরি, আসানসোলের মেয়র ও বারাবনীর বিধায়ক বিধান উপাধ্যায়, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী ছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের শিশু বিকাশ, নারী ও সমাজকল্যান দপ্তরের আধিকারিকরা। এরই সঙ্গে উৎপল সিনহা, শ্রাবণী মন্ডল , রীনা মুখার্জি ছাড়াও আরো সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ বিষয়ে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় সাংবাদিকদের বলেন, কলকাতায় বিশ্ববাণিজ্য সম্মেলনের সরাসরি সম্প্রচার ছাড়াও সারাবিশ্বে চর্চিত লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় সারা বাংলায় প্রায় ৫ লক্ষ সুবিধাভোগীকে সুবিধে প্রদান করা হল। এর প্রতীক স্বরূপ আসানসোল রবীন্দ্র ভবনেও ওই সুবিধে সুবিধাভোগীদের দেওয়া হল।
এদিকে জেলা সভাধিপতি শুভদ্রা বাউরি বলেন, বাংলার নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক চেষ্টায় রাজ্য জুড়ে ৫ লক্ষ মহিলাকে লক্ষীভান্ডারের আওতায় সুবিধে দেওয়া হল।
আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ব্যাংকের কিছু সমস্যার জন্য এবং বিশেষত: একটি ব্যাংক অন্য ব্যাংকের সাথে সংযুক্তি বা অ্যামালজ্ঞামেশনের জন্য কিছু সুবিধাভোগীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। এই সমস্যা যতদ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে প্রায় ৩০ হাজার মহিলা আবেদন করেছিলেন। তার মধ্যে প্রায় আজ পর্যন্ত প্রায় ২৪ হাজার ৯০০ সুবিধাভোগীকে চেক পাঠিয়ে দেওয়া হল। বাকিদের শ্রীঘ্রই পাঠিয়ে দেওয়া হবে। আজকের অনুষ্ঠানে ১২ জনকে প্রতীকী চেক ( token cheque) দেওয়া হল।
এদিনের অনুষ্ঠানে জেলাশাসক, জেলা সভাধিপতি, আসানসোল কর্পোরেশনের মেয়র এবং চেয়ারম্যান এর উপস্থিতিতে বিকাশ, নারী ও সমাজকল্যান দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে সুবিধাভোগীদের হতে চেক তুলে দেওয়া হয়। ওই অনুষ্ঠানে সীমা দাস, তনুশ্রী সো, বীথিকা বাউরি, তপতী থান্ডার, লক্ষী কোল, লক্ষী রুইদাস, কুরানী চক্রবর্তী, অনুপমা মুখার্জী, অর্পিতা ঘোষ, ঊষা ঘোষ, পৌলোমী দেবনাথ, আবিলা খাতুন প্রমুখ চেক হাতে পান।ওই অনুষ্ঠানকে উপলক্ষ করে রবীন্দ্রভবনে প্রচুর মহিলা উপস্থিত ছিলেন।