চরম বিদ্যুৎ সংকট, আসানসোলে জাতীয় সড়ক অবরোধ
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল । উত্তর আসানসোলের শীতলা গ্রাম, উত্তর ধাদকা সহ বিস্তীর্ণ এলাকায় গত তিন দিন ধরে চরম বিদ্যুৎ সংকট চলছে। সমস্যা মেটাতে বিদ্যুৎ দপ্তর পরপর দুটো ট্রান্সফর্মার লাগালেও কোনো কাজ হয়নি। এর প্রতিবাদে শুক্রবার দুপুর থেকে স্থানীয় মহিলা সহ বাসিন্দারা বাঁশ নিয়ে এসে জাতীয় সড়ক অবরোধ করেন। অবস্থা সামাল দিতে পুলিশ ছুটে আসে। শেষ পর্যন্ত বিদ্যুৎ দপ্তর এর পক্ষ থেকে নতুন ট্রান্সফরমারের লাগানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। তারা এই অবরোধ তুলে নেন। বিকেলে ওই অঞ্চলে বিদ্যুতের অবস্থা স্বাভাবিক হয়।