ASANSOL

দুর্গাপুরে শিলাবৃষ্টি, বইছে ঠান্ডা হাওয়া

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর: দুর্গাপুরের শিলা বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গ জুড়ে বইতে শুরু করল ঠান্ডা হাওয়া। দীর্ঘ কয়েকটা দিন টানা তাপপ্রবাহ চলার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস দুর্গাপুরের বাসিন্দাদের। দুর্গাপুরের কাঁকসা, মুচিপাড়া, বামুনআড়া, বিধান নগর ও লাউদোহা এলাকা সহ বেশ কয়েকটি অংশে শিলা বৃষ্টি হল দীর্ঘ ক্ষণ ধরে। শিলাবৃষ্টির কারণে পরিবেশে কিছুটা তাপপ্রবাহ কমতে থাকায় শহরজুড়েই উষ্ণতার পারদ অনেকটাই কমলো।

এদিন বিকেল দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ঠান্ডা হাওয়া বইতেও দেখা যায়। গত কয়েকদিন ধরে প্রচন্ড দাবদাহে বাড়ি থেকে বার হয় বন্ধ করেছিল এলাকার বাসিন্দারা , রাস্তাঘাটে যানচলাচল ছিল অন্যান্য সময়ের থেকে নেহাতই নামমাত্র। তবে শুক্রবার বিকেল থেকেই শিলা বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই শীতল হয়েছে সমগ্র এলাকা। এলাকার মানুষদের এখন একটাই ইচ্ছে, টানা বৃষ্টি হলেই রেহাই পাবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *