রানীগঞ্জের দুটি কলেজে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ: করোনাকালে ব্যাপক দুর্ভোগের পর এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের সাথেই এবার খনি শহর রানীগঞ্জের দুটি কলেজে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসলেন ছাত্রছাত্রীরা। সমস্ত করোনা বিধির নিয়ম মেনে ছাত্র-ছাত্রীদের শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর পরীক্ষা কেন্দ্রে যাওয়ার অনুমতি মেলে। এদিন রানীগঞ্জের গার্লস কলেজে শুধুমাত্র ছাত্রীরায় পরীক্ষায় বসেন।
যেখানে এদিন ফার্স্ট হাফে ম্যাথ পরীক্ষা দেন 307 জন ছাত্রীর মধ্যে 205 জন ছাত্রী, সেখানেই সেকেন্ড হাফে ফিজিক্স, কেমিস্ট্রি পরীক্ষায় বসেন 307 জন ছাত্রীর মধ্যে 214 জন ছাত্রী। ছাত্রীদের বেশিরভাগ অংশটাই বাইরের রাজ্য থেকে এখানে পরীক্ষা দিতে আসাই, অনেককেই দুর্ভোগের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসতে হয়। জানা গেছে ধানবাদ, ভাগলপুর, পাটনা, রাচি জামালপুর, সহ দুরন্ত এলাকার বহু ছাত্রীরা এদিন গার্লস কলেজে পরীক্ষা দিতে এসেছিলেন।
সেখানেই রানীগঞ্জের ত্রিবেণী দেবি ভলেটিয়া কলেজে 660 জন পরীক্ষার্থীর মধ্যে ফাস্ট হাফে 505 জন পরীক্ষার্থী, ও দ্বিতীয় হাফে 510 জন পরীক্ষার্থী ফিজিক্স, কেমিস্ট্রি পরীক্ষা দেন। যদিও টিডিবি কলেজ এ ছাত্র-ছাত্রী উভয়ে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার জন্য বসেন। এদিন জয়েন্ট এর পরীক্ষা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায় ছাত্রছাত্রীদের মধ্যে, অনেকেই ম্যাথ কড়া এসেছে বলে জানালেও অনেকে ফিজিক্স, কেমিস্ট্রি একটু টাফ হয়েছে বলে জানান। তবে বেশ কিছু জন ভালোই প্রশ্নপত্র এসেছে বলে জানিয়েছেন। সুস্থভাবে যাতে সমস্ত পরীক্ষা সম্পন্ন হয় তার জন্য প্রশাসনিক নজরদারি সহ কলেজ কর্তৃপক্ষ বিশেষভাবে নজরদারির লক্ষ্যে বেশকিছু আয়োজন করেন কলেজ চত্বর গুলিতে।