BARABANI-SALANPUR-CHITTARANJAN

ইউথ ক্লাবের পরিচালনায় রূপনারায়নপুর সুভাষ গ্রামীণ বইমেলার শুভ সূচনা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– সালানপুর ব্লকের রূপনারায়নপুর ইউথ ক্লাব ময়দানে বহু পুরাতন বইমেলা হয়ে আসছে বহুদিন ধরে, যার ১৮ তম বইমেলার শুভ সূচনা হল শনিবার । অনুষ্ঠানের শুরুতেই বইমেলার আয়োজক সংস্থা সহ ক্লাব সভাপতি শুভেন্দু নাথ পশ্চিম রাঙ্গামাটি ইয়ুথ ক্লাবের পতাকা উত্তোলন করেন এরপর বিশিষ্ট এই বইমেলার শুভদ্বারোদঘাটন করলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সোমাত্মানন্দজি মহারাজ ও সাথে ছিলেন বিশিষ্ঠ চিকিৎসক ডক্টর অমরেশ মাজি এছাড়াও এদিন প্রদীপ উজ্জ্বলন করে বইমেলার শুভ সূচনা করেন আসানসোল মেয়র তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয় ।শনিবার মেঘলা আকাশ মাথায় নিয়ে রি মেলা শুরু হয়ে গেল ।

মেলার এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহঃ আরমান , সালানপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ অমিত কুমার হাটি,বিশিষ্ট সাহিত্যিক বাসুদেব মন্ডল ,দেবদাস চ্যাটার্জী ,অভয় মন্ডল ,সহ ক্লাবের সভাপতি সুব্যেন্দু নাথ সম্পাদক ইন্দ্রনীল রায় সহ অনেকে।মঞ্চে উপস্থিত সকল অতিথিদের হাত দিয়ে উন্মোচিত হয় বইমেলার সুদৃশ্য স্মারক পুস্তিকাটি ।

প্রায় চল্লিশটি বিভিন্ন ধরনের প্রকাশনী অত্যন্ত সুসজ্জিত ভাবে এই মেলায় স্টল লাগাই । বইমেলার প্রথম দিন থেকেই মানুষের ভীড় ছিল দেখার মত অনেকে আবার বই কেনাকাটা শুরু করে দিয়েছে। এদিন বিধায়ক বিধান বাবু জানান যে দুই বছর করোনা মহামারীর কারনে এই বইমেলা বন্ধ ছিল যার কারনে বহু বই প্রেমী ও শিশুরা এই মেলা থেকে বঞ্চিত ছিল তবে এবছর আবার এই মেলার সূচনা হল সকলে আসুন এবং নিজের পছন্দ মত বই কিনুন ।এবং এই ইউথ ক্লাবের সকল সদস্যদের অনেক অনেক ধন্যবাদ যে এধরনের মেলা করার জন্যে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *