ঘন জনবসতির মাঝে হঠাৎই ধসে পড়ল কুয়ো
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: ঘন জনবসতির মাঝে সরকারি কুয়োই স্নান করার সময় হঠাৎই ধসে পড়ল কুয়ো, ধসের বিষয় লক্ষ্য করেই তড়িঘড়ি তার মা ছোট শিশুকে উদ্ধার করলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল শিশু । রবিবার ফের আরও একবার কয়লাখনি এলাকায় ধসের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় । এদিন ধসের ঘটনাটি ঘটে অন্ডাল থানা এলাকার খাদরা পঞ্চায়েতের সিদুলির দিঘি বাগান অঞ্চলে।
স্থানীয় বাসিন্দাদের দাবি ইসিএল তরফ থেকে কুয়াতে জল ভর্তি করার সময় হঠাৎই ধস নামে। সে সময় ধ্বস নামার ওই স্থানে এক শিশুর স্নান করছিল তখনই তার মা ধসের বিষয়টি লক্ষ্য করে টেনে বার করে নেয় শিশুটিকে।রবিবারের ঘটা এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উল্লেখ্য এই প্রবল গ্রীষ্মে জল অমিল সমগ্র এলাকায়।তার মধ্যে এই কুয়োই ধস ,অথচ এই কুয়োর উপরে নির্ভরশীল এলাকায় 400 থেকে 500 জন মানুষ। ধসের কারণে কুয়ো বসে যাওয়ার কারনে এলাকায় জলের সংকট দেখা দিয়েছে। নিরুত্তর রয়েছে সকলে।