দামোদরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু যুবকের
বেঙ্গল মিরর, আসানসোল : ( Asansol Burnpur News ) হীরাপুর থানার নরসিংহ বাঁধের বাসিন্দা ২২ বছরের অভিষেক সিং বন্ধুদের সাথে কালাঝড়িয়ার কাছে দামোদর নদীতে স্নান করতে গিয়ে ডুবে যায় স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায় তিন বন্ধু মিলে কালাঝরিয়ার কাছে দামোদর নদীতে স্নান করতে গিয়ে এক বন্ধু ডুবে যেতে দেখে অভিষেক বাঁচাতে গিয়ে বন্ধুকে উদ্ধার করার পর সে নিজে ডুবে যায়, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে উদ্ধার করার পর জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কাউন্সিলর ববিতা দাস হাসপাতালে আসে এবং পরিবারকে সমবেদনা জানান