BARABANI-SALANPUR-CHITTARANJAN

কাঁশকুলি গ্রামে জ্ঞান মন্দিরের উদ্বোধন করলেন বিধায়ক

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : বারাবনি ব্লক পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁশকুলি গ্রামে আর্ট অফ লিভিং এর স্কুল জ্ঞান মন্দিরের ক্লাসরুমের উদ্বোধন করলেন। এই স্কুলটি 2010 সালে পাঁচটা বাচ্চাকে নিয়ে চালু হয়েছিল এখন সেটা 65 বাচ্চার পড়াশোনা করছে নার্সারি থেকে ক্লাস ফাইভ । আজ  নতুন ভবনের দ্বার উদঘাটন করা হলো এটি করেন দীপ প্রজ্জ্বলন ও ফলক উন্মোচন দিয়ে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় উদ্বোধন করেন। এই ভবন স্বর্গীয় মীনু আগারওয়াল ও মনিলাল ঘোষের স্মৃতিতে তৈরী করেছেন ওনাদের পরিবার।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য asit Sing এই স্কুলের ট্রাস্টের চেয়ারম্যান পবন আগ্রাবাল, রোহিত আগ্রাবাল, আসানসোল চেম্বার অব কমার্সের নরেস আগরওয়াল,
শম্ভুনাথ জায়গায় পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ দা উপপ্রধান বিশ্বজিৎ সিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *