গৃহিণীর ওপর আচমকা ভেঙ্গে পড়ল দেওয়াল
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ: অক্ষয় তৃতীয়ার দিনই জমিদার আমলের পুরনো পরিত্যক্ত বাড়ি দেয়াল ধসে ঘটলো বিপত্তি।
বাড়ির নিত্যদিনের কাজ করার সময় পাশের বাড়ির গৃহিণী ওপর আচমকা ভেঙ্গে পড়ল দেওয়াল। গৃহিণী ওপর আচমকা ভেঙ্গে পড়ল দেওয়াল। পরিত্যক্ত বাড়ির দেওয়াল ভেঙে আহত হলেন বছর 55 গৃহবধূ সুভদ্রা গড়াই । উখড়া গ্রামের পুরাতন হাটতলা ময়রা পাড়ায় মঙ্গলবার সকালে ঘটে এই ঘটনা।
জানা গেছে দীর্ঘদিন ধরে সরকার পরিবারের এক প্রাচীন জরাজীর্ণ বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ময়রা পাড়ায় অঞ্চলে। ইংরেজ আমলের ওই প্রাচীন বাড়িটি প্রতিবেশীরা বারবার মেরামত করার দাবি জানালেও কোন রূপ কোন মেরামত না করায়, বিপদজনক অবস্থায় ছিল ওই বাড়িটি। আর এই সরকার পরিবারের পরিত্যক্ত বাড়ি লাগোয়া অংশেই রয়েছে গড়াই পরিবারের বাস । সেখানেই অন্যান্য দিনের মতোই বাড়ির মহিলা সদস্য সুভদ্রা রায় বাড়ির কাজকর্ম করবার সময়, মঙ্গলবার সকাল দশটা নাগাদ পরিতক্ত বাড়িটির একাংশ ভেঙে পড়ে গুরুতরভাবে আহত হন ।
ঘটনার বিষয় লক্ষ্য করে তার স্বামী হারাধন গরাই পরিবারের অন্য সকল সদস্যদের নিয়ে গুরুতর আহত সুভদ্রা দেবী কে তড়িঘড়ি স্থানীয় এক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। এদিনের আকস্মিক ঘটনায় সুভদ্রা দেবীর হাতে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে, হাতের একাংশে চিড় ধরেছে বলে জানান চিকিৎসক । এলাকার বাসিন্দাদের অভিযোগ পরিত্যক্ত জীর্ণপ্রায় ওই বাড়িটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে, ওই বাড়ির অংশে বিপজ্জনকভাবে বসবাস করেন সংলগ্ন অংশের মানুষজন জানিয়ে বারম্বার স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে জানানো হয়েছে বাড়ি মেরামতের জন্য বাড়ি মালিক কে। এর পরও কোনো ব্যবস্থা গ্রহণ না হওয়ায় মঙ্গলবার ঘটলো আকস্মিক ঘটনা যার জন্য তারা বাড়ি মালিক কে দায়ী করেছেন ।
স্থানীয়দের দাবি এর পূর্বে কয়েকবার বাড়ির বিভিন্ন অংশ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে । বাড়িটি সংস্কার অথবা ভেঙ্গে ফেলার অনুরোধ করা সত্বেও মালিকপক্ষ কোন উদ্যোগ নেয়নি বলেই দাবি করেছেন তারা । মঙ্গলবার ফের আরও এক দফা এক স্থানীয় এলাকার বাসিন্দারা পুলিশ ও স্থানীয় পঞ্চায়েতের কাছে পরিত্যক্ত বাড়ির মালিকের বিরুদ্ধে প্রাথমিক পর্যায় মৌখিকভাবে অভিযোগ করেন। এদিকে গুরুতর আহত ওই মহিলাকে ভর্তি অক্ষয় তৃতীয়ার দিনই জমিদার আমলের পুরনো পরিত্যক্ত বাড়ি দেয়াল ধসে ঘটলো বিপত্তি।
বাড়ির নিত্যদিনের কাজ করার সময় পাশের বাড়ির গৃহিণী ওপর আচমকা ভেঙ্গে পড়ল দেওয়াল।
পরিত্যক্ত বাড়ির দেওয়াল ভেঙে আহত হলেন বছর 55 গৃহবধূ সুভদ্রা গড়াই । উখড়া গ্রামের পুরাতন হাটতলা ময়রা পাড়ায় মঙ্গলবার সকালে ঘটে এই ঘটনা।
জানা গেছে দীর্ঘদিন ধরে সরকার পরিবারের এক প্রাচীন জরাজীর্ণ বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ময়রা পাড়ায় অঞ্চলে। ইংরেজ আমলের ওই প্রাচীন বাড়িটি প্রতিবেশীরা বারবার মেরামত করার দাবি জানালেও কোন রূপ কোন মেরামত না করায়, বিপদজনক অবস্থায় ছিল ওই বাড়িটি। আর এই সরকার পরিবারের পরিত্যক্ত বাড়ি লাগোয়া অংশেই রয়েছে গড়াই পরিবারের বাস । সেখানেই অন্যান্য দিনের মতোই বাড়ির মহিলা সদস্য সুভদ্রা রায় বাড়ির কাজকর্ম করবার সময়, মঙ্গলবার সকাল দশটা নাগাদ পরিতক্ত বাড়িটির একাংশ ভেঙে পড়ে গুরুতরভাবে আহত হন । ঘটনার বিষয় লক্ষ্য করে তার স্বামী হারাধন গরাই পরিবারের অন্য সকল সদস্যদের নিয়ে গুরুতর আহত সুভদ্রা দেবী কে তড়িঘড়ি স্থানীয় এক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। এদিনের আকস্মিক ঘটনায় সুভদ্রা দেবীর হাতে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে, হাতের একাংশে চিড় ধরেছে বলে জানান চিকিৎসক । এলাকার বাসিন্দাদের অভিযোগ পরিত্যক্ত জীর্ণপ্রায় ওই বাড়িটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে, ওই বাড়ির অংশে বিপজ্জনকভাবে বসবাস করেন সংলগ্ন অংশের মানুষজন জানিয়ে বারম্বার স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে জানানো হয়েছে বাড়ি মেরামতের জন্য বাড়ি মালিক কে। এর পরও কোনো ব্যবস্থা গ্রহণ না হওয়ায় মঙ্গলবার ঘটলো আকস্মিক ঘটনা যার জন্য তারা বাড়ি মালিক কে দায়ী করেছেন । স্থানীয়দের দাবি এর পূর্বে কয়েকবার বাড়ির বিভিন্ন অংশ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে । বাড়িটি সংস্কার অথবা ভেঙ্গে ফেলার অনুরোধ করা সত্বেও মালিকপক্ষ কোন উদ্যোগ নেয়নি বলেই দাবি করেছেন তারা । মঙ্গলবার ফের আরও এক দফা এক স্থানীয় এলাকার বাসিন্দারা পুলিশ ও স্থানীয় পঞ্চায়েতের কাছে পরিত্যক্ত বাড়ির মালিকের বিরুদ্ধে প্রাথমিক পর্যায় মৌখিকভাবে অভিযোগ করেন। এদিকে গুরুতর আহত ওই মহিলাকে ভর্তি করা হয়েছে উখড়ার একটি বেসরকারি হাসপাতালে।