ASANSOL

অভিনব কায়দায় কয়লা চুরি, ধরল নিরাপত্তাকর্মী এবং সিআইএসএফ

বেঙ্গল মিরর,দেব ভট্টাচার্য, আসানসোল। অভিনব কায়দায়কয়লা চুরি ধরল নিরাপত্তাকর্মী এবং সিআইএসএফ। ইসিএলের নিরাপত্তা বিভাগের  জেনারেল ম্যানেজার শৈলেন্দ্র সিং জানান তাদের কাছে খবর ছিল ইসিএলের একাধিক জায়গা থেকে কয়লা বোঝাই ডাম্পার গুলি তাদের রেল সাইডিং এ  না গিয়ে বিভিন্ন বেসরকারি কারখানা  বা ইটভাটাতে পৌঁছে যাচ্ছে। রবিবার এমন খবর পেয়ে তারা  কয়লা সহ দুটি ডাম্পার আটক করেছেন।

তিনি বলেন কালিপাহাড়ি কয়লা খনি থেকে কয়লা নিয়ে সাত গ্রাম রেল সাইডিংয়ে  যাওয়ার কথা ছিল ঐ দুই ডাম্পারের। কিন্তু হঠাৎ তারা লক্ষ্য করেন সেই ডাম্পার দুটি রানীগঞ্জ এর পাঞ্জাবী মোড়ের দিকে যাচ্ছে।সঙ্গে সঙ্গে ওদের ধাওয়া করে বাসরা এলাকায় গিয়ে আটক করা হয় এবং দুটিতে প্রায় ৫০ টন কয়লা ছিল। ডাম্পার দুটি  আটক করা হয়েছে ও  রানিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই আটকের সময় রানীগঞ্জ পুলিশকেও তারা সঙ্গে নিয়েছিলেন।

Leave a Reply