রেলের জমিতে শুরু হলো মাপজোক আতঙ্কে রেলের জমিতে বসবাসকারী মানুষজন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- রেলের নিজস্ব জমি ও রেললাইনের দুই পাশে ঘেরা করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ।যার জন্য দেন্দুয়া এলাকায় দুইপাশে ঘেরার কাজ শুরু হয়েগেছে কিন্তু যেসকল মানুষ জন রেলের জমিতে অবৈধভাবে বসবাস করেরয়েছে তাদের মাথায় এখন চিন্তার ভাজ।শনিবার সকাল থেকেই সালানপুর এর রূপনারায়নপুর রেলগেট এলাকা থেকে এম.জি ফ্যাক্টরি পর্যন্ত আপ ও ডাউন লাইনের দুই পাশ মাপজোক করার কাজ চলছিল ।এইসব এলাকাতেও দুপাশে দেওয়াল দেওয়া হবে বলে জানাজায়
রেল সূত্রে থেকে।
এও জানা যায় যে এই রূপনারায়নপুর থেকে এমজি কারখানা পর্যন্ত আপলাইনের পাশে রেলের প্রায় ৩৮মিটার জমি রয়েছে অন্যদিকে ঠিক ডাউন লাইনের পাশে প্রায় ৩০মিটার জমি রয়েছে।এই জায়গার মধ্যে যেইসব নির্মাণ করা হয়েছে সেইগুলি ভেঙে ফেলা হবে।কারণ বশত জানা যায় যে নতুন করে লাইন পেতে এই লাইনের উপর দিয়েই খুব দ্রুত গতিতে বুলেট ট্রেন চলবে।এই খবর আসার পরেই চিন্তায় মাথা খারাপ হয়েছে স্থানীয় মানুষের প্রায় ৭০টি বাড়ি প্রচুর দোকান ও ছোটখাট কল কারখানা,ফ্ল্যাট এবং বহুতলা বাড়ি ভেঙ্গে ফেলার আশঙ্কা রয়েছে।শনিবার সকালে আরপিএফ ও রেলের আধিকারিকেরা জমি মাপার জন্য আমিন সঙ্গে নিয়ে আসেন ও তাদের জায়গায় থাকা স্থানীয়দের পরিচয়পত্র লিপিবদ্ধ করেন।
জানা যায় আজ থেকে ১৫ দিনের মধ্যে তাদের কাছে রেলের নোটিশ চলে আসবে। এই সব দেখে রূপনারায়ানপুর বাসীরা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন।পাশাপাশি আতঙ্কে দিন কাটাচ্ছেন দেন্দুয়ার বহু দোকানদার,যদিও বাড়ির মালিকদের কাছে রেলের নোটিশ পৌঁছে গেছে, তাদের মাত্র ১৫ দিনের সময় দেওয়া হয়েছে জমি খালি করার জন্য।এই প্রসঙ্গে দেন্দুয়ার দোকানদারা বলেন এত বছর ধরে তারা ব্যাবসা করে আসছেন,এখন তারা কোথায় যাবেন।কি করে পরিবার চালাবেন।নতুন করে কোথায় ব্যাবসা করবেন।তারা জনান পূর্নবাসন না পাওয়া পর্যন্ত তারা কেউ জমি ছাড়বেন না।